X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পরিবারের আর্থিক ক্ষমতায়নে সিসিমপুর-এর নতুন প্রকল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ০৯:৩২আপডেট : ২০ জুলাই ২০১৭, ০৯:৩২

 

পরিবারের আর্থিক ক্ষমতায়নে সিসিমপুর-এর নতুন প্রকল্প পরিবারের আর্থিক ক্ষমতায়নের উদ্দেশে ‘ইচ্ছে জমা করি: পরিবারের আর্থিক ক্ষমতায়ন গড়ি’ শীর্ষক এক প্রকল্প শুরু করলো সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ। মেটলাইফ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বুধবার (১৯ জুলাই) রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এর উদ্বোধন করা হয়।

এটি শিশু ও তাদের অভিভাবকদেরকে অর্থনৈতিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে। সিসিমপুর (যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সিসেমি স্ট্রিট-এর বাংলাদেশি সংস্করণ) “ইচ্ছে জমা করি পরিবারের আর্থিক ক্ষমতায়ন গড়ি” এই উদ্যোগটিতে সিসিমপুরের বন্ধুরা সঞ্চয়, খরচ, ভাগাভাগি ও দানের কৌশল সম্পর্কিত মজার মজার সব ধারণা ‍নিয়ে হাজির হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

মেটলাইফ- বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের চেয়ারম্যান, মো. নুরূল ইসলাম বলেন, ‘আমরা সিসেমি ওয়ার্কশপের সঙ্গে বিশ্বব্যাপী অংশীদারিত্বের জন্য গর্বিত এবং বিশ্বজুড়ে আর্থিক নিশ্চয়তার জন্য কাজ করে যাচ্ছি। এটি একটি অনন্য উদ্যোগ, কারণ এটি শিশুদেরকে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে প্রাথমিক ভিত্তি প্রদান করবে ও শিশুশিক্ষায় পরিবারের অংশগ্রহণকে নিশ্চিত করবে।’

তিনি আরও বলেন, ‘মেটলাইফ বাংলাদেশ ও মেটলাইফ ফাউন্ডেশন, পরিবার ও সববয়সী মানুষের আর্থিক সুরক্ষার জন্য একটি সাশ্রয়ী এবং সুবিধাজনক আর্থিক সেবা। সিসেমি ওয়ার্কশপের সঙ্গে বিশ্বব্যাপী এই অংশীদারিত্বকে আমরা বিশ্বব্যাপী ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আরও এগিয়ে নেওয়ার মাধ্যম হিসেবে দেখি এবং আমরা একত্রে আরও অনেক পরিবারকে সম্ভাবনাময় ও নিরাপদ ভবিষ্যৎ উপহার দিতে পারবো।’

মার্শা বার্নিকাট বলেন, ‘মেটলাইফ ফাউন্ডেশনের সঙ্গে নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে, সিসিমপুর বাংলাদেশি শিশু ও তাদের পরিবারকে সঞ্চয়, খরচ, ভাগাভাগি ও দানের গুরুত্বকে বোঝাতে সক্ষম হবে, যা শিশুদেরকে দায়িত্ববান ও সফল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।’

সিসেমি ওয়ার্কশপ ইন্ডিয়া ব্যবস্থাপনা পরিচালক শাশ্বতী ব্যানার্জি বলেন, ‘সিসেমি ওয়ার্কশপের মূল লক্ষ্য শিশুদেরকে আরও বুদ্ধিদীপ্ত, সুস্বাস্থ্যের অধিকারী ও বিনয়ী হয়ে বেড়ে উঠতে সহায়তা করা।’

তিনি আরও বলেন, ‘স্মার্ট বলতে বোঝায় অক্ষর বা সংখ্যার থেকে বেশি কিছু জানা ও বোঝা। এর মানে হলো কিভাবে সমস্যার সমাধান করতে হয় ও নতুন নতুন চিন্তা করতে হয় তা বোঝায়। আমরা দৈনন্দিন জীবন এবং অনুশীলনে আর্থিক ক্ষমতায়ন-সংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত করেছি, যাতে শিশু ও প্রাপ্তবয়স্কদের মাঝে এই বিষয়টি নিয়ে আলোচনা এবং মিথষ্ক্রিয়া সহজতর হয়। আমরা মূল্যবান তথ্য এবং দক্ষতা বিষয়ে আলোচনা করবো যা শিশু ও তাদের পরিবারকে ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।’

মেটলাইফ ফাউন্ডেশন নভেম্বর ২০১৩ সাল থেকে সিসেমি ওয়ার্কশপকে, ‘ইচ্ছে জমা করি: পরিবারের আর্থিক ক্ষমতায়ন গড়ি’ নামে প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রকল্পটি পরিবারের অর্থনৈতিক ক্ষমতায়নের একটি উদ্যোগ, যেখানে শিশুরাও অন্তর্ভুক্ত রয়েছে। মেটলাইফ ফাউন্ডেশন এই প্রকল্প ৫ বছরব্যাপী বাস্তবায়নের জন্য ২০ মিলিয়ন ডলার সহায়তা করে। বিশ্বব্যাপী ৭৫ মিলিয়নেরও বেশি লোকের কাছে পৌঁছানোর জন্য ব্রাজিল, ভারত, মেক্সিকো, চীন, চিলি, জাপান, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরে “ইচ্ছে জমা করি” প্রকল্পের কাজ চলছে।

সিসেমি ওয়ার্কশপ এবং মেটলাইফ ফাউন্ডেশন বিষয়বস্তু উন্নয়নে বিশ্বব্যাপী এবং স্থানীয় উপদেষ্টাদের সমন্বয়ে কাজ করেছে। আর্থিক ক্ষমতায়নের তিনটি মূল উপাদান নির্ধারণ করা হয়েছে:

• ‘আমরা এটি করতে পারি!’- ইতিবাচক মনোভাব, আত্মবিশ্বাস ও আকাঙ্ক্ষা থাকা|
• ‘আমরা এটি কীভাবে করতে পারবো?’ - আত্ন-নিয়ন্ত্রণ ও কার্যনির্বাহী আচরণগুলো যা লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা তৈরি এবং অর্জন করতে সহায়তা করে।
• ‘আমাদের কী তথ্য জানতে হবে?’- আর্থিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হওয়ার জন্যে ও নিজের লক্ষ্য পুরণের জন্যে যে জ্ঞান ও তথ্য থাকা প্রয়োজন|

গবেষণা ও তথ্যপ্রমাণের ভিত্তিতে নতুন অ্যানিমেটেড এবং লাইভ অ্যাকশন সেগমেন্টস, ইন্টারেক্টিভ গেমস, কমিকস, গান, কার্যকলাপ শিট এবং যত্নকারীর জন্য নির্দেশনাসহ শিক্ষা সামগ্রী এবং মাল্টিমিডিয়া সামগ্রী তৈরি করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন, ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর ইয়ানিনা জেরুজালেস্কি। মেটলাইফে বাংলাদেশের চেয়ারম্যান মো. নুরূল ইসলাম, ফিনান্সিয়াল এমপাওয়ারমেন্ট (এশিয়া)পরিচালক, কৃষ্ণা থ্যাকার। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ও গণসংযোগে ছিল- ওয়াটারমার্ক এমসিএল ও সম্প্রচার সহযোগী ছিল- আরটিভি।

/এমএইচ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা