X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের আন্দোলনে কারও ইন্ধন রয়েছে, দাবি ঢাবি উপাচার্যের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১৭:১৯আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৭:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে গত ১৮ জুলাই। অথচ শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনে নামে। এ ঘটনায় কারও ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী। তারিখ ঘোষণার পরও শিক্ষার্থীদের এমন আচরণের নিন্দা জানান তিনি।

রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলন বৃহস্পতিবার ঢাবি উপাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাতটি কলেজের স্ব স্ব প্রিন্সিপালের মাধ্যমে দুই দিন আগে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তবুও শিক্ষার্থীরা কারও ইন্ধনে আজ রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’

এদিকে শিক্ষার্থীদের দাবি— দীর্ঘ ছয় মাস ধরে পরীক্ষাসহ তাদের অন্যান্য কার্যক্রম ঝুলে আছে। গত কয়েকদিন আন্দোলন হওয়ায় তড়িঘড়ি পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন প্রিন্সিপালরা। কিন্তু এটা তাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। কারণ আন্দোলন থামানোর জন্য প্রিন্সিপালরা বিভিন্ন ফন্দিফিকির করছেন বলে মনে করেন তারা। ফলে এতদিন পর রুটিন ছাড়া পরীক্ষার তারিখ ঘোষণা তারা মানেন না বলে জানান।

কলেজের প্রিন্সিপালদের ঘোষণা বিশ্বাসযোগ্য নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে— শিক্ষার্থীদের এমন দাবি প্রসঙ্গে ঢাবি উপাচার্য বলেন, ‘৭ কলেজের প্রিন্সিপালকে নিয়েই পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছে। এখানে অবিশ্বাসের কী হলো? বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলাপ করেই তো তারিখ নির্ধারণ করা হয়েছে।’

এদিকে এতদিন পর রুটিন ছাড়া পরীক্ষার তারিখ ঘোষণা প্রসঙ্গে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুন্নাহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি কলেজে প্রায় ৩০টির মতো বিভাগ রয়েছে। সবকিছুর সামঞ্জস্য ঠিক রেখেই পরীক্ষার রুটিন তৈরি করতে হবে। তাই আপাতত তারিখ ঘোষণা করেছি।’

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যায়ের ৭ অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে। পরে দুপুরে তাদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শতাধিক শিক্ষার্থী আহত এবং চার জন গুরুতর আহত হন। এছাড়া ১৩ ছাত্রকে আটক করে নেওয়া হয় শাহবাগ থানায়।

ঘোষিত তারিখ
মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু আগামী ৪ নভেম্বর।

/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা