X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শাহবাগের ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাচ্ছি: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৭, ১৯:২৯আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৯:৩২

ডিএমপির হেডকোয়ার্টার্সে ‘লাভেলো আইসক্রিম’ কোম্পানির পক্ষ থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে দেওয়া গাড়ি হস্তান্তর অনুষ্ঠান শাহবাগে সাতটি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার রুটিনের দাবিতে কর্মসূচি পালনের সময় এক শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘পুলিশ ও ছাত্রদের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। দুই পক্ষই অভিযোগ তোলায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার সকাল ১১টায় ডিএমপির হেডকোয়ার্টার্সে ‘লাভেলো আইসক্রিম’ কোম্পানির পক্ষ থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে দেওয়া একটি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাভেলো আইসক্রিমের সিইও মো. কামরুজ্জামানসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘গত বৃহস্পতিবার শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি পালনের আগে ছাত্রদের বার বার অনুরোধ করা হয়েছে। নিষেধ করা হয়েছে। হাতজোড় করে ক্ষমা চাওয়া হয়েছে, আপনারা এখানে এগুলো করবেন না। তারা আমাদের কথা শুনে গাড়ি ভাঙচুরের উদ্যোগ নিয়েছেন। তখন শুধু তাদের গ্যাসে ছুড়ে তাদের নিয়য়ন্ত্রণ করা হয়েছে। আমি শুনেছি, একজন ছাত্র আহত হয়েছে। সেটি আমি পরস্পরবিরোধী বক্তব্য শুনেছি। পুলিশ আমাকে বলেছে, ছাত্রদের ছোরা ইট পাটকেলের আঘাতে তার এমন হয়েছে। ছাত্ররা দাবি করেছে টিয়ারসেল তার কপালে লেগেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। ছেলেটি চিকিৎসাধীন রয়েছে। আমরা তার খোঁজ-খবর নিচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

এর আগে লাভেলো আইসক্রিম কম্পানির দেয়া গাড়ি গ্রহণ করে ডিএমপি কমিশনার বলেন, ‘গাড়ি পাওয়াটা প্রতীকী। এটি পুলিশ ও নাগরিকের মধ্যে ঐক্যের প্রমাণ। জননিরাপত্তা ও জনস্বার্থে সামাজিক দায়বদ্ধতায় তারা এগিয়ে এসেছেন। ডিএমপি’র সঙ্গে জনগণের সম্পর্কের সেতু বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়াস এটি।’ তিনি আরও বলেন, ‘সিটিটিসি ইউনিট প্রতিষ্ঠার পর আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল আবাসন, যানবাহন, অফিস ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট। সমস্যা মোকাবিলায় বিভিন্ন সংস্থা দাতা হিসেবে নানা সময় অনুদান দিয়েছেন।’ এ জন্য সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

 ‘লাভেলো আইসক্রিম’ কম্পানির প্রধান নির্বাহী (সিইও) মো. কামরুজ্জামান বলেন, ‘বিগত দিনগুলোতে কাউন্টার টেরোরিজম ইউনিটের কার্যক্রম দেখে আমরা মুগ্ধ হয়ে আজ একটি গাড়ি উপহার দিচ্ছি। জঙ্গিবিরোধী সফল অভিযান ও জঙ্গিদমনে কাউন্টার টেরোরিজম ইউনিটের বিভিন্ন উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, ভবিষতেও এই সহযোগিতাপূর্ণ উদ্যোগ অব্যাহত থাকবে।’

কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘২০১৬ সালের ফেব্রুয়ারিতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম গঠন হয়েছিল। তারপর থেকে আমরা সন্ত্রাস দমনে কাজ করে যাচ্ছি। কোনও দেশে সন্ত্রাসী কার্যক্রম চলমান থাকলে সে দেশে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চায় না। আমরা হলি আর্টিজানের ঘটনার পর থেকে সব ব্যবসায়ীর মনে স্বস্তি এনে বিনিয়োগের নিরাপদ স্থান গড়ে তুলতে চেষ্টা করছি। সিটিটিসি’র কার্যক্রম দেখে আমাদের সক্ষমতা বাড়াতে এই গাড়িটি অনুদান দিয়েছেন।’

/এআরআর/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!