X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘ঢামেকে দুই মাসে ২ হাজার ৪৭ চিকুনগুনিয়ার রোগী চিকিৎসা নিয়েছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্টদ
২২ জুলাই ২০১৭, ২০:২৬আপডেট : ২২ জুলাই ২০১৭, ২০:৪৬

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু’ বিষয়ক সভা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ইতোমধ্যেই চিকুনগুনিয়া রোগীর আসার সংখ্যা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেলে মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, ‘আক্রান্তদের অনেকেই অ্যানথ্রাইটিস রোগী হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের বহির্বিভাগে গত জুন মাসে ১ হাজার ২৪২ জন এবং জুলাইয়ে ৮০৫, মোট ২ হাজার ৪৭জন চিকুনগুনিয়া রোগী চিকিৎসা নিয়েছেন।’ শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু’ বিষয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এতথ্য জানান।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, স্বাস্থ্যসচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের  ডা. টিটু মিয়া, অধ্যাপক কবিরুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গুসহ বিভিন্ন ভাইরাসজিনত রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগে দীর্ঘমেয়াদী কার্যক্রম চালু করা দরকার। বিভিন্ন প্রকার মশা চিহ্নিত করে তাদের প্রকৃত প্রজননস্থান ও বাহিত ভাইরাস  এবং তাদের মাধ্যমে ছড়ানো রোগ নিয়ে গবেষণা করতে হবে। পার্শ্ববর্তী দেশগুলোয় প্রাদুর্ভাব হওয়া সংক্রামক রোগ মোকাবিলায় পূর্ব-প্রস্তুতি থাকতে হবে। চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব হ্রাস পাচ্ছে এবং তা অব্যাহত রাখতে সচেতনতা সৃষ্টির মাধ্যমে গড়ে তুলতে হবে সামাজিক বিপ্লব।

চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সবার অংশগ্রহণ কামনা করে  মোহাম্মদ নাসিম বলেন, ‘‘নতুন চিকুনগুনিয়া ও  ডেঙ্গু রোগীর সংখ্যা  হ্রাস পেয়েছে। এই দু’টি রোগের বাহক একই, এডিস মশা। স্বাস্থ্যমন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান চিকুনগুনিয়া ও ডেঙ্গু বিষয়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেসব চিকুনগুনিয়া রোগীর চিকিৎসা দরকার, তাদের জন্য চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধানে সরকারি হাসপাতালগুলোতে সার্বক্ষণিক ‘হেলথ ডেস্ক’ খোলা হয়েছে। এসব উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি হলে এডিস মশা নির্ধন কার্যক্রম আরও বেশি কার্যকর হবে।  চিকুনগুনিয়া নিয়ে জনমনে সৃষ্ট আতঙ্ক দূর হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে সংক্রামক রোগের চেয়ে অসংক্রামক রোগের দাপট বেড়ে গেছে। নিয়ন্ত্রণে রয়েছে সংক্রামক রোগ। বাইরে থেকে বাংলাদেশে আগতদের শারীরিক পরীক্ষার জন্য বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দরগুলোতে যন্ত্র বসানো রয়েছে।’ তবে নতুন নতুন ভাইরাস মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।

/জেএ/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন