X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নদীগুলো আমরাই মেরে ফেলছি: পানিসম্পদ মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ০৬:০৭আপডেট : ২৩ জুলাই ২০১৭, ০৬:০৯

বক্তব্য রাখছেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নদীগুলো আমরা মেরে ফেলছি। ঢাকার চারপাশের নদীগুলো আমরা নষ্ট করছি। যাদের ক্ষমতা আছে, রাজনৈতিক শক্তি আছে, তারা নষ্ট করছে। শনিবার বিকালে আগারগাঁওয়ের পিকেএসএফ মিলনায়তনে জাতীয় নদী অলিম্পিয়াডে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বাংলাদেশের জন্ম হয়েছে নদী দিয়ে। যারা নদী নিয়ে কাজ করেন তারাই বুঝতে পারবেন নদী অলিম্পিয়াড কতটা দরকার। নদীর জায়গায় কারখানা হয়েছে। সরকার চেষ্টা করছে নদীর অববাহিকাভিত্তিক উন্নয়নের। কিভাবে  শুষ্ক মৌসুমে পানি বাড়ানো যায়। বর্ষা মৌসুমে কমানো যায়।’

মন্ত্রী বলেন, ‘২১ বছর হলো গঙ্গার পানিচুক্তি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পানির সঠিক ব্যবহার হচ্ছে কিনা কেউ খবর নেয় না। বঙ্গোপসাগরে ফেলার জন্য তো পানি আনা যায় না। নদীগুলোর দখল  বন্ধ করা না গেলে নদী রক্ষা করা যাবে না।’

সাম্প্রতিক সময়ে বন্যা বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও পানিসম্পদ ও পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত।

এ প্রসঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘যেসব জায়গায় বন্যার কথা বলা হচ্ছে, সেখানে কোনও বন্যা হয়নি। চরাঞ্চল ডুবে গেলেই সেটাকে বন্যা হিসেবে দেখানো হচ্ছে। একমাত্র সিরাজগঞ্জের কিছু জায়গায় বন্যা হয়েছে।’

অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘নদীর পানি বাড়লে চর অঞ্চল প্লাবিত হবে এটা স্বাভাবিক, এটা বন্যা নয়।  চর অঞ্চল প্লাবন থামানো সম্ভব না।  খবরে যখন বন্যার কথা বলা হয়, তখন চর অঞ্চল কিনা সেটা উল্লেখ কার উচিত।’

আইনুন নিশাত বলেন, নদী মরে যাচ্ছে না। নদীকে মেরে ফেলা হচ্ছে। এক সময় লন্ডনের টেমস নদী বুড়িগঙ্গার চেয়েও খারাপ ছিল। সেটাকে এত সুন্দর করা গেলে কেন বুড়িগঙ্গাকে পারা যাবে না।’

সভাপতির বক্তব্যে সমকাল সস্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘নদীর আমাদের সাহিত্য ও চলচ্চিত্রকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কিন্তু সেই নদীগুলোকে আজ হারাতে বসেছি। নদী বাঁচলে আমরা সেই হারানো শৈশবকে ফিরিয়ে আনতে পারব। বর্তমান তরুণ প্রজন্মই পারবে নদীকে রক্ষা করতে। নদীকে বাঁচাতে।’

এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে নদী অলিম্পিয়াডের  চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এসময় তিনি বলেন, ‘পানির অপর নাম জীবন। অথচ পানির উৎস নষ্ট করা, জলাশয় ধ্বংস করা, নদী দখল ইত্যাদির সঙ্গে মানুষেরাই জড়িত। নদীগুলো শুকিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এমবি আখতার, পিকেএসএফ-এর উপব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, রিভারাইন পিপল বাংলাদেশ-এর মহাসচিব শেখ রোকন, সমকাল পত্রিকার সুহৃদ সমাবেশের বিভাগীয় প্রধান সিরাজুল সিরাজুল ইসলাম আবেদ ও সভাপতি তারেক মাহমুদ সজীব, রিভারাইন পিপলের সভাপতি ড. মাসুদ পারভেজ রানা, পরিচালক ড. তুহিন ওয়াদুদ, নুসরাত খান প্রমুখ।

জাতীয় নদী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে বিজয়ী ১৯ জন প্রতিযোগী ও তিনটি বিশ্ববিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়।  জাতীয় নদী অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করে রিভারাইন পিপল ও সমকাল সুহৃদ সমাবেশ।

/সিএ/ এপিএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি