X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউএনও’র জামিন বিষয়ে যা বলেছেন বরিশালের সিএমএম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৫:০৩আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৫:৪৬

 

গাজী তারিক সালমন মানহানির মামলায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের জামিন আবেদনের শুনানির সময় ‘জনসাধারণের রোষানল’ থেকে রক্ষা করতে এবং তার পক্ষের আইনজীবীর নিবেদন মোতাবেক ‘কাগজজাত দাখিল করতে’ সময় দিতেই জামিন শুনানি স্থগিত করা হয়েছিল। জামিন আবেদন ‘একটিবারের জন্যও নামঞ্জুর করা হয়নি’। ফলে (ইউএনওকে) জেল হাজতে প্রেরণের কোনও প্রশ্নই ওঠে না উল্লেখ করে সুপ্রিম কোর্টে পাঠানো এক চিঠিতে এসব বলেছেন বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মোহাম্মদ আলী হোসাইন। সিএমএম স্বাক্ষরিত সেই চিঠিতে বলা আছে, ‘আমার এই আইনানুগ পদক্ষেপ গ্রহণ কারও প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে, বা কোনও অসৎ উদ্দেশ্যে না করে সম্পূর্ণ বিচারিক মনোভাব প্রয়োগ করে সৎ বিশ্বাসে গ্রহণ করেছি।’


চিঠিতে বলা হয়েছে-‘আসামি হিসেবে অন্তর্ভুক্ত থাকা আগৈলঝাড়া উপজেলার সাবেক ইউএনও গাজী তারিক সালমনের জামিন মঞ্জুর প্রসঙ্গে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নমুখী সংবাদ, মন্তব্য ও মতামত বিভিন্ন ব্যক্তিবর্গ প্রকাশ করায়, ওই মামলায় আসামির জামিন শুনানিকালে গৃহীত আইনানুগ পদক্ষেপগুলো গোচরীভূত করার নিমিত্তে তুলে ধরা হলো।’

রবিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে পাঠানো দুই পৃষ্ঠার চিঠির শুরুতে বলা হয়, ‘সিআর-৪২৭/২০১৭, (কোতোয়ালি) নং মামলাটি দ্য পেনাল কোড ১৮৬০ এর ৫০১ ধারায় রুজু করা হলে বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব অমিত কুমার দে আমলে গ্রহণ পূর্বক সমন ইস্যু করেন।’

হাজিরার দিন আসামি ও অভিযোগকারীর পক্ষে উপস্থাপিত আবেদন বিষয়ে ব্যাখ্যায় বলা আছে, ‘গত ১৯/০৭/২০১৭ ইং তারিখ মামলাটির ধার্য তারিখে আসামি ওকালতনামা সম্পাদন পূর্বক জামিনের দরখাস্ত এবং বিজ্ঞ কৌসুঁলির মাধ্যমে হাজিরা দাখিলের জন্য দ্য পেনাল কোড অব ক্রিমিনাল প্রসিডিওর ১৮৯৮ এর ২০৫ ধারায় দরখাস্ত দাখিল করেন। অন্যদিকে ফরিয়াদি পক্ষে আসামির জামিন নামঞ্জুরক্রমে জেলহাজতে প্রেরণের দরখাস্ত দাখিল করেন।’

আদালতের পরিবেশ কোলাহলপূর্ণ ছিল উল্লেখ করে ব্যাখ্যায় বলা আছে, ‘শুনানি চলাকালে আদালত কক্ষে যেমন আইনজীবীদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল, তেমনিভাবে আদালতের বারান্দা এবং সংলগ্ন রাস্তায় উৎসুক জনসাধারণসহ মিডিয়ার কর্মীদের উপস্থিতিতে কোলাহলপূর্ণ পরিবেশ বিরাজমান ছিল। শুনানি চলাকালে উৎসুক জনসাধারণের রোষানল হতে ইউএনও সাহেবের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের জন্য আমি শুনানি মুলতবি করি এবং ইউএন সাহেবের বিজ্ঞ কৌঁসুলির নিবেদন মোতাবেক কাগজ দাখিল করতে বলি এবং আরও মৌখিক আদেশ দেই যে, কাগজাত দাখিলের পরে পুনরায় শুনানি হবে। আমি তখন ইউএনও সাহেবকে আদাল কক্ষে বসাতে বলি।’

পরবর্তীতে পুলিশ ইউএনও তারিক সালমনকে বের করে নিয়ে যাচ্ছে এমন ছবি প্রকাশ পাওয়ার প্রসঙ্গে ব্যাখ্যায় বলা হয়, ‘ইউএনও সাহেবকে আদালতের ডক হতে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে আদালতের কক্ষে বসানোর জন্য আদালত কক্ষের এক দরজা দিয়ে বাহির হয়ে বারান্দা ব্যবহার করে, অন্য দরজা দিয়ে আদালত কক্ষে আনতে হয়েছে। এই সময়ে মিডিয়ার কর্মীরা বা অন্য কেউ কোনও ছবি তুলেছে কিনা, তা অবলোকন করা আমার পক্ষে সম্ভব হয়নি। এই সময়ে কী সংবাদ প্রচার করা হয়েছে, তাও আমি বিচারকার্য পরিচালনাধীন থাকায় জানতে পারিনি।’

একটিবারের জন্যও জামিন নামঞ্জুর করা হয়নি উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, ‘আদালতের কাযপ্রণালী শেষে এজলাস ত্যাগ করে খাসকামরায় এসে শুনি ইউএনও সাহেবের জামিন নামঞ্জর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মর্মে অনলাইন মিডিয়ায় সংবাদ করা হচ্ছে। প্রকৃতপক্ষে ইউএনও সাহেবের জামিনের আবেদন একটিবারের জন্যও নামঞ্জুর করা হয়নি। ফলে জেল হাজতে প্রেরনের কোনও প্রশ্নই ওঠে না।’

তিনি আরও জানিয়েছেন, ‘আমি ইউএনও সাহেবের আদালত কক্ষ ত্যাগের পর ব্যক্তিগত নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিহারের জন্যই তৎক্ষণাৎ জামিনের দরখাস্তের আদেশ না দিয়ে কাগজ জাত দাখিল হলে শুনানি অন্তে আদেশ দেবো বলে উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি।’

রবিবার (২৩ জুলাই) সকালে আদালতে এসেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগৈলঝাড়া উপজেলার সাবেক ইউএনও গাজী তারিক সালমনের জামিন আবেদন নামঞ্জুর করার বিষয়টি তদন্তের  জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। সেই কমিটি বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের  কাছে  উক্ত ঘটনার  ব্যাখ্যা চান। বরিশালের সিএমএম –এর পাঠানো ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় আবারও ব্যাখ্যা চাওয়া হয়।

/ইউআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা