X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৬:৪৭আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৮:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ডাকা সিনেটের বিশেষ সভা স্থগিত করেছেন হাইকোর্ট। এ সভার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ২৯ জুলাই। একইসঙ্গে অধিবেশন ডাকা কেন অবৈধ ঘোষণা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ১৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ ফারুকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ওই আদেশের পাশাপাশি জারি করা রুলে ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশের ২০(১) ধারা অনুযায়ী সিনেট গঠন না করে ২৯ জুলাই ডাকা সভা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ; তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন বরিশালের আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোহাম্মদ আব্দুস সামাদ, অধ্যাপক ড.সাদেকা হালিম, অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, অধ্যাপক ড. হারুনুর রশিদ খান, অধ্যাপক ড. সিতেশ চন্দ্র বাচার, অধ্যাপক ড.সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন, অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, অধ্যাপক ড. মো.আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, অধ্যাপক ড. কে এম সাইফুল আলম খান, ঢাকার এ কে এম আতিকুর রহমান, ফরিদপুরের ড. আব্দুল জব্বার মিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক মো. হুয়ায়ন কবির।
রিটের বিবাদীরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আবু আহসান মোহাম্মদ সামসুল আরেফিন, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বাংলাদেশ সরকারের পক্ষে শিক্ষা সচিব।
এর আগে সিনেট সভার জন্য গত ১৬ জুলাই ঢাবির রেজিস্ট্রার একটি চিঠি ইস্যু করেন। ওই চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ আর ২১(২) ধারায় অর্পিত ক্ষমতাবলে উপাচার্য ২৯ জুলাই বিকাল ৪টায় সিনেটের বিশেষ সভা আহ্বান করেছেন। ওই বিশেষ সভায় ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের ১১(১) ধারা অনুযায়ী আচার্য (চ্যান্সেলর) কর্তৃক উপাচার্য নিয়োগের জন্য তিন জনের একটি প্যানেল মনোনয়ন দেওয়া হবে। উপাচার্যের প্যানেলে যাদের নাম অন্তর্ভুক্ত করা হবে, তাদের নাম প্রস্তাবের সময় তাদের লিখিত সম্মতি সিনেট চেয়ারম্যানের কাছে পেশ করতে হবে।
রিট প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম বলেন, রিট আবেদনকারীদের দাবি, সিনেটের সদস্য রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটের প্রতিনিধিদের পদ খালি রয়েছে। রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটের নির্বাচন না দিয়ে তাদের পদ খালি রেখে সিনেট সভা ডাকা হয়েছে উপাচার্য প্যানেল মনোনয়নের জন্য। এ কারণেই ১৬ জুলাইয় ইস্যু করা চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।
প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ওই চিঠির কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন। ডেপুটি অ্যাটর্নি জানান, আদালতের আদেশ অনুযায়ী ২৯ জুলাইয়ের ডাকা সিনেট কমিটির বিশেষ সভা স্থগিত থাকবে। এছাড়া, ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের ২০ (১) ধারা অনুযায়ী সিনেট গঠনে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন-

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন রেজিস্ট্রার

ক্রিকেটার মুশফিকের বাবার জামিন আপিলেও বহাল

বিচারপতি জয়নুল আবেদীনের জামিন আপিলেও বহাল

/এমটি/এএইচ/টিআর/

সম্পর্কিত
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সনদ জালিয়াতি রোধে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার শুরু করলো গ্রিনহেরাল্ড
সর্বশেষ খবর
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো