X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বিচারপতি আনোয়ারুল হক সাহসী বিচারক ছিলেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৮:১৮আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৮:১৮

বিচারপতি আনোয়ারুল হক, ছবি- সংগৃহীত বিচারপতি আনোয়ারুল হকের সততা ও নিষ্ঠা অনুসরণ করতে নতুন বিচারকদের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা।
বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা বলেন, ‘বিচারপতি আনোয়ারুল হকের মধ্যে সততা, প্রজ্ঞা, নিষ্ঠা, সাহস সবই ছিল। তার সবচেয়ে বড় গুণ ছিল, ছোট-বড় সবাইকে অত্যন্ত সম্মান দিয়ে কথা বলতেন তিনি। অনেকের মধ্যেই তা থাকে না।’

রায়ে বিচারপতি আনোয়ারুল হক প্রজ্ঞার ছাপ রেখেছেন বলেও মন্তব্য করেন আপিল বিভাগের এই বিচারপতি।

রবিবার (২৩ জুলাই) সন্ধায় সুপ্রিম কোর্টের বার মিলনায়তনে প্রয়াত বিচারপতি আনোয়ারুল হকের  স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

স্মরণ সভায় বিচারপতি মো. ওয়াহাব মিঞা বলেন, ‘বিচারকরা কারও পক্ষে না। আইনের আলোকে ঘটনার আলোকে সিন্ধান্ত নিতে হয় তাদের। বিচারপতি আনোরুল হক তাই করেছেন।’ খুব কম সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের তিন জন সিটিং জজ মারা যাওয়ায় বিচার বিভাগের ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরণসভায় বিএনপি-জামায়াতপন্থী শীর্ষ আইনজীবীরা না আসায় ক্ষোভ প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার করে কি বিচারপতি আনোয়ারুল হক অপরাধ করেছেন? আজকের স্মরণসভায় বিশেষ দু’টি দলের কাউকে দেখা যাচ্ছে না। একটি দলের লোকেরা না হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা আক্রান্ত। কিন্তু অন্য দলের আইনজীবীরা তো আসতে পারতেন। বিচারপতি আনোয়ারুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিলেন, এটা কি অপরাধ হয়েছে।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারকরা কোনও ব্যক্তি বা গোষ্ঠীর না। তাই ভবিষ্যতে কোনও বিচারপতির স্বরণসভায় দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।

স্মরণসভার আহবায়ক অ্যাডভোকেট মোল্লা আবু কাওছারের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, হাইকোর্ট বিভাগের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি এ এন এম বসির উল্লাহ, সুপ্রিম কোর্ট বারের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, প্রাক্তন আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, বাংলাদেশ আইন সমিতির প্রাক্তন সেক্রেটারি অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক গত ১৩ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

/এমটি/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!