X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নব্য ইউটিউবারদের হয়রানিমূলক প্র্যাঙ্ক বন্ধে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ২২:৫৬আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২২:৫৬

ভূতের সাজে ভয় দেখানো হচ্ছে জনসম্মুখে নব্য ইউটিউবারদের হয়রানিমূলক প্র্যাঙ্ক বন্ধে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে না- মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান ও সচিব, পুলিশের আইজি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ২০ জুলাই ‘প্র্যাঙ্কের নামে জনসাধারণকে নব্য ইউটিউবারদের হেনস্তা!’ নামে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়,প্র্যাঙ্ক বা কৌতুকের নামে অনেক সময় মানুষের সঙ্গে অতিমাত্রায় ভয়ংকর আচরণ করা হয়েছে। মানুষকে চমকে দিয়ে, ভয় দেখিয়ে তা গোপনে ভিডিওতে ধারণ করে ইউটিউবে আপলোড করা হচ্ছে। এ কায়দায় ইউটিউব থেকে অনেকে অর্থ উপার্জন করছে। কিন্তু যারা ‘মজা’র নামে এমন হয়রানির শিকার হচ্ছেন তারা ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগোপনীয়তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সাধারণত পার্ক, শপিং মলে নব্য ইউটিউবারদের এই প্র্যাঙ্কের শিকার হচ্ছেন মানুষজন।

সোমবার (২৪ জুলাই) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে হয়রানিমূলক প্র্যাঙ্ক বন্ধে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নূর মুহাম্মদ আজমী (মিল্লাত) ও ব্যারিস্টার মিজান-উর রশীদ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন ও অ্যাডভোকেট শিকদার মাহমুদুর রাজী।

পরে ব্যারিস্টার নূর মুহাম্মদ আজমী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন আইনজীবী হিসেবে সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমরা দেখি রাস্তাঘাটে অফিস ফেরত লোকজন,বিশেষ করে স্কুল-কলেজের মেয়েরা এসব (প্র্যাঙ্কের) কারণে হেনস্তা হচ্ছে। যে কোনও সময় আমরা যে কেউ এই রকম হেনস্তার শিকার হতে পারি। এই আশঙ্কা থেকে এটা যাতে এখনই বন্ধ হয়ে যায়- সেই মর্মে ব্যবস্থা নিতে আমি আদালতে এই রিটটি করি। আজ  আদালত রাস্তাঘাটে জনসম্মুখে হয়রানিমূলক প্র্যাঙ্ক বন্ধে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে না-এই মর্মে রুল জারি করেন।’

এমটি/এএম 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়