X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আদালত অবমাননা: নরসিংদী পৌরসভার মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে রুল জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ১৭:৩৯আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৭:৪৪

হাইকোর্ট

আদালত অবমাননার অভিযোগে নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান, নরসিংদীর ডিসি, এসপি, সদর থানার ওসি, নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও পৌরসভা প্রকৌশলীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) এ সংক্রান্ত আলাদা দু’টি আবেদনের শুনানি শেষে বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমিনুদ্দীন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আদনান সরকার।
আইনজীবী আদনান সরকার জানান, নরসিংদী পৌরসভার মেয়র রাস্তা সম্প্রসারণ করার অজুহাতে নরসিংদীর ইউএমসি জুট মিল থেকে বোয়াকুড় পর্যন্ত কয়েকশ আধাপাকা ও পাকা বহুতল ঘড়বাড়ি ভেঙ্গে ফেলছেন। যদিও সরকার এ জায়গা অধিগ্রহণ করেনি। সরকার অধিগ্রহণ করলে তার উপযুক্ত মূল্য দেওয়ার কথা এবং উচ্ছেদের আগে নোটিশ দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে এরকম কোনও নিয়ম মানা হয়নি।
ওই আইনজীবী আরও বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের প্রতিবেদন তৈরিতেও বাধা দেওয়া হয় মেয়রের পক্ষ থেকে। ঘরবাড়ি ভাঙার পর ক্ষতিগ্রস্তরা থানায় মামলা করতে গেলে পুলিশ তা না নিলে উচ্চ আদালতে রিট করেন তারা। এরপর আদালত বিভিন্ন স্থাপনা ভাঙার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। ওই উচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়।

কিন্তু উচ্চ আদালতের নির্দেশের পর ক্ষিপ্ত হয়ে মেয়র নানাভাবে ক্ষতিগ্রস্তদের হয়রানি করছেন এবং হুমকি দিচ্ছেন। এছাড়া আদালতের নিষেধাজ্ঞার পরও ওই এলাকায় উচ্ছেদ চালিয়েছেন মেয়র। বিষয়টি নজরে এনে মেয়রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হয়। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন।

/এমটি/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া