X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘কত টাকা, আপনার চারপাশে, ব্যাংক থেকে নিয়ে টাকা পাঠিয়ে দিন’

এস এম নূরুজ্জামান
২৬ জুলাই ২০১৭, ০৪:৫০আপডেট : ২৬ জুলাই ২০১৭, ০৪:৫২

 

‘কত টাকা, আপনার চারপাশে, ব্যাংক  থেকে নিয়ে টাকা পাঠিয়ে দিন’ ‘আপনি তো ব্যাংকে চাকরি করেন। কত টাকাই তো, আপনার চারপাশে। ব্যাংকের ক্যাশ থেকে নিয়ে টাকা পাঠিয়ে দেন। এ কথা শোনার পর আমার চেতনা ফিরে আসে। বুঝতে পারি, আমি প্রতারিত হয়েছি।’ সম্প্রতি মোবাইল ফোনে প্রতারক চক্রের খপ্পরে পড়ে ৪০ লাখ টাকা হারানো এক নারী ব্যাংক কর্মকর্তা এভাবে তার দুর্ভোগের বর্ণনা তুলে ধরেন।

গত রবিবার (১৬ জুলাই)  দুপুরে ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে আসা বেসরকারি ব্যাংকের ওই ব্যাংক কর্মকর্তা  নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘চলতি বছরের  ৩০ জানুয়ারি এক কোটি ৪২ লাখ টাকা লটারি জয়ের খবর পাই। ওইদিন মোবাইল ফোনে রবি ফোন কোম্পানির ডিজিএম তুষার চৌধুরী পরিচয় দিয়ে আমাকে ফোন করে এক প্রতারক। বিষয়টি নিয়ে কারও সঙ্গে আলোচনা না করার পরামর্শ দিয়ে প্রতারক আমাকে বলে, লটারির খবর জানাজানি হয়ে গেলে ক্ষতির আশঙ্কা আছে। ব্যাংকের কর্মকর্তারাই টাকা মেরে দিতে পারেন।  সে আরও বলে, উইনার নম্বর রেজিস্ট্রেশনের জন্য ৩ হাজার টাকা ফি লাগবে। সঙ্গে সঙ্গে ওই টাকা বিকাশ  নম্বরে পাঠিয়ে দেন। পরে লটারিতে পাওয়া টাকার টাকার ভ্যাট হিসাবে ১৪ হাজার টাকা পাঠিয়ে দেই। এরপর একে-একে এনবিআর, পার্লামেন্টের অনুমোদন, আমেরিকান পার্লামেন্টের পারমিশন, টিএনটি’র ছাড়পত্র, বিটিসিএল’র অনুমোদন, দুদকের তদন্ত, বিটিআরসি’র ক্লিয়ারেন্সসহ বিভিন্ন সরকারি সংস্থার নামে আমার মোবাইলে এসএমএস আসতে থাকে। ইংরেজিতে লেখা ওইসব এসএমএসে রবি ফোন কোম্পানির কঠোর গোপনীয় রুলস মেনে চলার শর্ত দেওয়া ছিল। আমি গত তিন মাসে ৪০ দফায় প্রায় ৫০টি পারসোনাল বিকাশ নম্বরে ৪০লাখ টাকা পাঠাই। এরপরও সেই পুরস্কারের চেকের টাকা তোলার প্রক্রিয়া শেষ হয়নি। এরইমধ্যে আরও টাকা দাবি করে প্রতারক চক্রটি। একপর্যায়ে আমার কাছে টাকা নেই বলার পর ওই প্রতারক বলে, আপনি তো ব্যাংকে চাকরি করেন। আপাতত ব্যাংক থেকেই টান দিয়ে পাঠিয়ে দেন।’

এ প্রসঙ্গে প্রতারণার শিকার এই ব্যাংক কর্মকর্তা বলেন, ‘ব্যাংকের টাকার কথা শোনার পরপরই আমার হুঁশ ফিরে আসে। বুঝতে পারি, আমি প্রতারকদের খপ্পরে পড়েছি। তারপর ২৭ মার্চ রমনা থানায় মামলা করতে যাই। ওই সময়ও এক প্রতারক টাকার জন্য ফোন দেয়। তখন সেই কথা রেকর্ড করা হয়। এরপর ১৬ এপ্রিল মামলা করি।’

প্রতারক চক্রের সঙ্গে ব্যাংক কর্মকতার মোবাইল ফোনে যে কথোপকথন হয়, তা তুলে ধরা হলো:

ব্যাংক কর্মকর্তা: আপনার সাথে কি এই নম্বরেই কথা বলতে হবে? অনেক কথা শুনিয়েছেন, এবার আমাকে একটু শান্তি দেন ভাইয়া।

প্রতারক: আমার ওপর যদি আপনার ভরসা থাকে তো বলবেন, ‘হ্যাঁ’ আছে, না থাকলে বলবেন নাই।

ব্যাংক কর্মকর্তা: ভরসা যদি না থাকতো, সেই এতদিন ধরে কথা বলছি কেন?

প্রতারক: আমি একটা অর্ডার করতেছি, ওই অর্ডারটা আপনি ফলো করেন। মানে ফলো দ্য ম্যানেজমেন্ট রুলস, ফলো দ্য ম্যানেজমেন্ট রুলস, বারেবারে বলছি। এইটা কিন্তু আপনার গুরুত্ব হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে আপনার…

ব্যাংক কর্মকর্তা: ফলো দ্য রুলস বলতে আপনি কি রবি রুলসের কথা বলেন? নাকি আপনার রুলসের কথা বলছেন?

প্রতারক: ফলো দ্য রবি রুলস, ফলো দ্য গভার্নমেন্ট রুলস অ্যান্ড ফলো দ্য...

ব্যাংক কর্মকর্তা: আপনি তো আমার কাজ করছেন না। আপনি তো শুধু পেইন দিয়ে যাচ্ছেন।

প্রতারক: আপনি ওভাবে কথা বলবেন না।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত তিন মাসে অন্তত ডজনখানেক অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে এই নারী ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৪০লাখ টাকা ও পুলিশের একজন অ্যাডিশনাল ডিআইজির খালার কাছ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া অনেকে প্রতারণার অভিযোগ না দিয়ে পুলিশের সহায়তায় টাকা উদ্ধারের চেষ্টা করছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ব্রাহ্মণপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওয়েলকাম নামে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলো কামাল হোসেন, জাফর মুন্সী ও মিলন শিকদার, আজিজুল হাকিম ও তাপস সাহা। তাদের দেওয়া তথ্য নিয়ে ২২ জুলাই অভিযান চালিয়ে  মানিক ওরফে বাবুল  মুন্সী, বকুল মুন্সী ও ওলি মীরকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম।’

সিটিটিসির কর্মকর্তারা জানান, গ্রেফতার হওয়া তিনজন কামাল হোসেন, জাফর মুন্সী ও মিলন শিকদার  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই গ্রুপের কামাল হলো মহাজন। সে  বিকাশে আসা টাকার অঙ্ক কম দামে কিনে সব টাকা নিজেই ক্যাশ আউট করতো। হাজারে একশ টাকা কেটে রেখে নয় শ টাকা দিয়ে ফেরত দিতো সে। একই চক্রের সদস্য জাফর নিজেকে সরকারের মন্ত্রী ও রবি ফোনের ডিজিএম পরিচয় দিয়ে কথা বলতো। মিলন শিকদারও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে  আরও অনেক প্রতারক সম্পর্কে তথ্য দিয়েছে আদালতে।  এছাড়া আরেক অভিযানে গ্রেফতার বাবুল, বকুল ও ওলি মীরকে দুই দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাদ করা হচ্ছে।  

জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তারা জানান, ‘এই প্রতারকরা মাগুরা ও ফরিদপুর জেলাসহ বিভিন্ন এলাকার আরও ৪৫ জনের নাম প্রকাশ করেছে। যাদের বেশিরভাগের বাড়ির স্থায়ী ঠিকানা ফরিদপুর জেলার ভাঙ্গা থানা ও মধুখালী থানার বিভিন্ন গ্রামে।

একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ‘প্রতারকরা একেক সময় একেক কৌশলে প্রতারণা করে। বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে তারা এসএমএস পাঠায়। নম্বরগুলোর ডিজিট ব্যতিক্রম। দেখলেই ভিআইপি মনে হবে। একেকজন প্রতারক ভুয়া পরিচয় দিয়ে ৫০ থেকে ১০০টির মতো সিম ব্যবহার করে। টাকা তোলার জন্য পারসোনাল বিকাশ নম্বর রেজিস্ট্রেশন করে।’ প্রতারক চক্রের সদস্য সন্দেহে একজন বিকাশ এজেন্টকেও গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওই গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেন, ‘মোবাইল ফোন কোম্পানি ও বিকাশের বিভিন্ন পর্যায়ের লোকজনের নানা অনিয়মের কারণে প্রতারকরা এই ধরনের প্রতারণা করার সুযোগ পাচ্ছে। স্থানীয় বিকাশ এজেন্টরা জেনে-শুনেই বেশি লাভের কারণে এইসব চক্রের সঙ্গে লেনদেন করছে।’ প্রতারণার বিষয়টি ফোন কোম্পানি ও বিকাশ অফিসের লোকজন জেনেও গোপন করে যাচ্ছে বলে তিনি জানান।

এ সব বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতারক চক্রের বেশ কয়েকজন সদস্য আদালতে জবানবন্দি দিয়েছে। কয়েকজনকে হেফাজতো রেখে আরও বেশ কয়েকজনের তথ্য মিলেছে। তাদের বিষয়েও তদন্ত চলছে।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী