X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

৭ খুনের পরিকল্পনা ৭ দিন আগেই করা হয়: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৮:৪৪আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৮:৪৮

 

 

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের পরিকল্পনা সাত দিন আগেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘এ মামলার শাস্তি বহাল থাকা প্রয়োজন। এই হত্যার সঙ্গে আইন শৃংখলাবাহিনীর কিছু সদস্য জড়িত আছে। এদের সাজা হলে জনগণ বুঝবে আইনের ঊর্ধ্বে কেউ না।’
হাইকোর্ট সাত খুন মামলার রায় ঘোষণার দিন ধার্যের পর এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যা‌লয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় দায়ের করা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানি শেষ হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ আগামী ১৩ আগস্ট এই মামলার রায়ের দিন ধার্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার শুনানি আজকে (বুধবার) শেষ হয়েছে। আগামী ১৩ আগস্ট রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করেছেন আদালত।’
তিনি আরও বলেন, ‘আমাদের সাবমিশনে আমরা বলেছি, যে ধরনের খুন এরা করেছে, এটা ক্ষমার অযোগ্য। নিম্ন আদালত তাদের দৃষ্টান্তমূলক সাজা দিয়েছে। সেটাই বহাল থাকা উচিৎ। নজরুলকে নিশ্চিহ্ন করতে নূর হোসেনের প্ররোচনায় ও তার অর্থায়নে এই খুনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পরবর্তী সময় কাউন্সিলর নজরুল ইসলামকে খুন করতে গিয়ে বাকিদের খুন করে ফেলে। এরসঙ্গে একজন আইনজীবীও প্রাণ হারিয়েছেন। যা খুবই দুঃখজনক। এ রকমভাবে দিনেদুপুরে মানুষকে অপহরণ করে নিয়ে যেভাবে মেরে ফেলা হয়েছে, যে কায়দায় মারা হয়েছে, তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না।’
মাহবুবে আলম বলেন, ‘এদেরকে মারতে হবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাত দিন আগে। টিম ঠিক করা হয়েছে সাত দিন আগে। যেদিন তাদের মারার জন্য ধরা হবে সেদিন যেসব নির্দিষ্ট ব্যক্তিদের দিয়ে কাজ করানো হবে, তাদেরকে নিয়ে গাড়ি রওয়ানা হয়েছে। ধরার বাহানা করে তাদের নারায়ণগঞ্জ থেকে নরসিংদী নিয়ে যায়। পরে ফের নারায়ণগঞ্জ না এসে হত্যা করে ট্রলারযোগে মেঘনা নদীর মোহনায় নিয়ে ফেলে দেওয়া হয়েছে। বস্তাবর্তি ইট, বালু লাশের সঙ্গে বেঁধে তাদের ডুবিয়ে দেওয়া হয়েছে,যাতে হত্যার কোনও নিশানা না পাওয়া যায়। এবং লাশ যাতে কোনোভাবে ভেসে না ওঠে। এ ধরনের প্রি-প্ল্যান ও সিস্টেমেটিক মার্ডার বাংলাদেশে এর আগে হয়েছে বলে আমার জানা নেই।’
/এমটি/এপিএইচ/

আরও পড়ুন:

‘আমি ওবায়দুল কাদের বলছি, দলের কেউ কাজে বাধা দিলে জানাবেন, ব্যবস্থা নেবো’

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া