X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে শুরু হচ্ছে ওয়াটার কনফারেন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৯:২৮আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৯:৩১

বক্তব্য রাখছেন আইজিপি একেএম শহীদুল হক ঢাকা ওয়াটার কনফারেন্স শুরু হচ্ছে ২৮ জুলাই। আন্তর্জাতিক এই কনফারেন্সকে ঘিরে যাতে কোনও ধরনের নাশকতা না হয়, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশের জনসংযোগ শাখার এআইজি সহেলী ফেরদৌস জানান, আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে বুধবার (২৬ জুলাই) সকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এই কনফারেন্স উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ থেকে ৩০ জুলাই হোটেল সোনারগাঁওয়ে ঢাকা ওয়াটার কনফারেন্স অনুষ্ঠিত হবে। কনফারেন্সে বিশ্বের ২৮টি দেশের প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

আইন-শৃঙ্খলা বিষয়ক এ সভায় আইজিপি বলেন, ‘বিগত দিনে অনুষ্ঠিত সকল আন্তর্জাতিক ইভেন্টে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে পুলিশ।’ আসন্ন ঢাকা ওয়াটার কনফারেন্সও পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, ‘সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিরা যাতে বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা নিয়ে যেতে পারেন, সেজন্য পুলিশসহ সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এআইজি (গোপনীয়) মো. মনিরুজ্জামান জানান, সম্মেলন উপলক্ষে আগত অতিথিদের এয়ারপোর্টে যাওয়া-আসা, হোটেলে অবস্থান এবং সম্মেলন স্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্মেলন স্থল ছাড়াও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করবেন।

সভায় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক ডিআইজি মেজবাহ উদ্দিন, নৌ-পুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামান, পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন্স) ব্যারিস্টার মাহবুবুর রহমান, সিটি এসবি’র ডিআইজি মল্লিক ফখরুল ইসলামসহ পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ডিজিএফআই এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট