X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গুলশান হামলা মামলা: নিহত জঙ্গি করিমের সন্তানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ২০:১৭আপডেট : ২৭ জুলাই ২০১৭, ২০:২৫

আদালত রাজধানীর আজিমপুরে জঙ্গিদের আস্তানায় অভিযান চালানোর সময় নিহত জঙ্গি তানভীর কাদেরী ওরফে আব্দুল করিমের ১৪ বছর বয়সী ছেলে গুলশান হলি আর্টিজানে হামলা মামলায় সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদলতে। জবানবন্দির পর ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ ও শিশু আদালতের বিচারক রুহুল আমিন তার রিমান্ড শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সহকারী কমিশনার (এসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আহসানুল হক ওই কিশোরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘কিশোরটি জেএমবি সদস্য। ঘটনার দিন পুলিশ ওই জঙ্গি আস্তানার একটি কক্ষে ঢোকে। এসময় সে দরজা আটকে দিয়েছিল। পুলিশ দরজা খুলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওই কিশোর পুলিশের ওপর ছুরি হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তবে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে সক্ষম হয়। তার পরিবারের সবাই জেএমবি সদস্য। ওই বাসায় যাতায়াতকারী আরও কয়েকজন অজ্ঞাত পরিচয় নারী-পুরুষের বিষয়ে সে প্রাথমিক তথ্য দিয়েছে। জঙ্গি সংগঠনের আস্তানার সন্ধান ও জঙ্গিদের নাম-ঠিকানা জানতে বিভিন্ন স্থানে তাকে নিয়ে অভিযান পরিচালনার জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।’
রিমান্ড শুনানি শেষে আদালত ওই কিশোরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে জঙ্গি করিমের ছেলের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। আজিমপুরের ঘটনায় দায়ের করা মামলায় এই কিশোর ৫নং আসামি। জঙ্গি আস্তানা থেকে আটকের পর সে কাউন্টার টেরোরিজম ইউনিটের হেফাজতে ছিল। মামলার এজাহারে বলা হয়েছে, ‘বাসার ভেতরে ঢোকার পর একটি রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় সোয়াট টিমকে খবর দেওয়া হয়। সোয়াট টিমের সদস্যরা ওই রুমের দরজা খুলে ভেতরে ঢুকলে আট বছর বয়সী দুই শিশুকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠান।’
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জঙ্গি করিমের কিশোর ছেলে কেন তাদের ওপর হামলা চালিয়েছিল এবং সে প্রকৃতই বাবা-মায়ের মতো জঙ্গিবাদে উদ্বুদ্ধ কিনা, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।
আদালত সূত্র জানায়, কিশোরটির একটি জমজ ভাই রয়েছে। তবে ওই জঙ্গি আস্তানায় তাকে পাওয়া যায়নি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ওই জমজ ভাইকে ‘জিহাদে’র পথে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সিটিটিসির একজন কর্মকর্তা জানিয়েছেন। তার অবস্থান জানার চেষ্টা চলছে।
তদন্ত সূত্র জানায়, কিশোরটি ধানমন্ডির একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তবে সে গত কয়েকমাস ধরে স্কুলে অনিয়মিত ছিল। তার বাবা-মা দু’জনই জঙ্গিবাদে জড়িত। তারা জমজ দুই ছেলেকেও উদ্বুদ্ধ করে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর রাতে লালবাগ থানার আজিমপুরের ২০৯/৫ পিলখানা রোডের একটি ছয় তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ওই বাসা থেকে এক জঙ্গির মৃতদেহ, আহত তিন নারী জঙ্গি ও নিহত জঙ্গি করিমের এই কিশোর ছেলেকে আটক করে পুলিশ।

আরও পড়ুন-

নাইজেরীয় প্রতারকদের নতুন ফাঁদ!

রাজধানীতে জেএমবি’র এক সদস্য গ্রেফতার

মনজিল মোরশেদের হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

/এসআইটি/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা