X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আস্থা কমায় দলের সদস্যদেরই হত্যা করছে নব্য জেএমবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৭, ১৫:৪৫আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৭:৫৩

মনিরুল ইসলাম ‘আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গোয়েন্দা তৎপরতার কারণে একের পর এক জঙ্গি সদস্য গ্রেফতার হওয়ার পর নব্য জেএমবি সদস্যদের পারস্পরিক বিশ্বাস ও আস্থার ঘাটতি দেখা দিয়েছে। এজন্য বিশ্বাসঘাতক হিসেবে শনাক্ত করে জঙ্গি নেতারা তাদের অন্তত ৫ জন সদস্যকে নিজেরাই হত্যা করেছে’, বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার (২৯ জুলাই) ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখায় সংবাদ সম্মেলন পরবর্তী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, ‘হলি আর্টিজান হামলার মামলার অন্যতম আসামি পলাতক হাদিসুর রহমান ওরফে সাগরকে খুঁজে পেলে তাকেও হত্যা করতে পারে জেএমবি। এর আগে পুরনো জেএমবি সদস্যরা তাদের ৫/৭ জনকে মেরে ফেলেছে। এদের মধ্যে নজরুল ছাড়া আর বড় মাপের তেমন কেউ ছিল না। বাকিরা সবাই ছোট মাপের কর্মী।’
আস্থাহীনতার কারণেই সংগঠিত হতে পারছে না নব্য জেএমবি সদস্যরা জানিয়ে তিনি বলেন, “প্রচণ্ড অবিশ্বাস থেকেই তাদের মধ্যে এই অন্তঃকলহ শুরু হয়েছে। ওরা মনে করে তাদের দলের মধ্যে ‘তাগুদের’ লোক ঢুকে পড়েছে।” বর্তমানে দেশে থাকা জঙ্গি সদস্যদের বড় কোনও হামলার সক্ষমতা বা অপারেশনাল ক্যাপাসিটিও নাই বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তবে প্রবাসী বাঙালিদের কর্মকাণ্ড নিয়ে সংশয়ের কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রবাসীদের কেউ কেউ জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ছেন।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘হলি আর্টিজান হামলার পর বিভিন্ন জঙ্গি সংগঠন এই হামলা নিয়ে ভিন্ন ভিন্ন অ্যানালাইসিস প্রতিবেদন তৈরি করেছে। এরমধ্যে আনসারুল ইসলাম তাদের ব্যাখ্যায় বলেছে, হলি আর্টিজানে হামলাকারীরা জিহাদের প্রতি এদেশের মানুষের যেমন ভালবাসা ছিল সেটি নষ্ট করে দিয়েছে। এটা কোনও জিহাদের অংশ না। এরা জিহাদকারীদের মন-মানসিকতা নষ্ট করে দিয়েছে।’

হলি আর্টিজান হামলার সঙ্গে আন্তর্জাতিকভাবে কোনও দেশ, দল বা সংস্থার সম্পৃক্ততা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত চলছে। আইএস’র যেমন নির্দিষ্ট কোনও আইডিওলজি নেই, পুরনো বা নব্য জেএমবির তেমন কোনও নির্দিষ্ট আইডিওলজি নাই। এরা ভবিষ্যৎবাণী দিয়ে বিভিন্ন মানুষকে বিশেষ করে যারা ধর্ম সম্পর্কে কম জানেন তাদের মধ্যে এক ধরণের উন্মাদনা সৃষ্টি করতো। মূল ঘরানার জেএমবি আর নেই। নব্য জেএমবি বা অন্যান্যরা এখন দল গোছানোর কাজে মনোযোগী। তাদের অপারেশন বা হামলার প্রস্তুতি নেই। এখন তারা মূলত সদস্য রিক্রুট করার কাজে বেশি মনোযোগী। হাদিসুর রহমান ওরফে সাগরও একটা গ্রুপ তৈরির চেষ্টা করছেন বলেও গোয়েন্দাদের কাছে তথ্য আছে।’

প্রসঙ্গত, হলি আর্টিজান হামলা মামলার অন্যতম আসামি হাদিসুর রহমান সাগরকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘হাদিসুর রহমান দেশের ভেতরেই অবস্থান করছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
আরও পড়ুন: জঙ্গি রাশেদকে জিজ্ঞাসাবাদ শেষেই গুলশান হামলার চার্জশিট: মনিরুল

/এসএমএন/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা