X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শনিবার সিনেটের ঘটনায় শিক্ষকদের পক্ষে ঢাবি ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ২১:০৭আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২১:০৭

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে শিক্ষক-শিক্ষার্থীর হাতাহাতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র-প্রতিনিধি ছাড়া উপাচার্য প্যানেল নির্বাচনের প্রতিবাদে শনিবার (২৯ জুলাই) শিক্ষার্থীদের বিক্ষোভের সময় হাতাহাতির ঘটনায় শিক্ষকদের পক্ষ নিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতারা। এ ঘটনায় বাম নেতাদের ওপর ক্ষোভ ঝেড়েছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান।

শনিবার রাত আটটায় নিজের ফেসবুকে স্টাটাসে তিনি লেখেন, ‘যে বাম ছাত্র সংগঠনের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষকরা নিরাপদ না সেখানে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে কীভাবে? বি.দ্র .আবার তারা প্রগতিশীল ছাত্রসংগঠন দাবি করে!!!’ এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ে একাধিক বাম সংগঠনের নেতাকর্মীরা দায়ী বলে মন্তব্য করেন তিনি।

ফেসবুকে ঢাবি ছাত্রলীগ সভাপতির অভিমত

এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফেসবুকে ‘ঢাবি শিক্ষকের হাতের আঙ্গুল ভেঙ্গে দিলেন বাম নেতারা’ শিরোনামের একটি দৈনিকের লিঙ্ক শেয়ার করেছেন ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স৷

লিঙ্কের ক্যাপশনে তিনি লিখেছেন,‘জানি এ ঘটনা নিয়ে ফেসবুকে আলোচনার ঝড় উঠবে না। পত্রিকাগুলোও ঘটনাটি অতিরঞ্জিত করে হেডলাইন ছাপাবে না। দোষ শুধু ছাত্রলীগের, ছাত্রলীগ প্রমাণিত জঙ্গিদের পুলিশের কাছে সোপর্দ করলেও হেডলাইন হয় নিরপরাধ ছাত্রকে জঙ্গি সন্দেহে পুলিশের হাতে অর্পণ৷'

ফেসবুকে ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের অভিমত

উল্লেখ্য, শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্র-শিক্ষকদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতির সময় শিক্ষকদের পেছনে অবস্থান নিয়েছিলেন ছাত্রলীগ নেতারা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনির হোসেন ও সহ-সভাপতি আমিনুল ইসলামসহ একাধিক নেতাকর্মী সেখানে ছিলেন বলে জানান শিক্ষার্থীরা। ঘটনার কিছুক্ষণ পর ঢাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির বিদ্যুৎ ও অমর একুশে হলের সাধারণ সম্পাদক আহসান পিয়াসকে ১৫-২৯ কর্মীসহ সেখানে অবস্থান নিতে দেখা গেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন,‘ছাত্রলীগের নেতাকর্মীদের সেখানে ডাকা হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তারা আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে পারেন।’

/এএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা