X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হঠাৎ এনসিটিবি কার্যালয়ে শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৭, ১৯:৫২আপডেট : ৩১ জুলাই ২০১৭, ২০:০৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পূর্ব ঘোষণা ছাড়াই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি পরিদর্শন শেষে এনসিটিবি কর্তৃপক্ষকে যথাসময়ে ২০১৮ সালের পাঠ্যপুস্তক ছাপার কাজ শেষ করা ও বিতরণের নির্দেশ দেন। সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টায় শিক্ষামন্ত্রী মতিঝিলে অবস্থিত এনসিটিবি কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী দফতরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী আগামী বছরের প্রাক-প্রথমিক থেকে নবম শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপার প্রস্তুতি ও এ সম্পর্কিত কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের কাছে জানতে চান। পাঠ্যপুস্তক যথাসময়ে ছাপা শেষ করা ও বিতরণের প্রস্তুতি বিষয়েও তাগিদ দেন তিনি।
এনসিটিবি কর্মকর্তারা শিক্ষামন্ত্রীকে তাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তারা জানান, বই ছাপার টেন্ডারসহ সব কার্যক্রম যথাসময়ে শেষ করা হচ্ছে। গত কয়েকবছরের ধারাবাহিকতায় ২০১৮ সালের প্রথম দিনেও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন তারা।
পরে শিক্ষামন্ত্রী এনসিটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, সদস্য ড. মিয়া ইনামুল হক সিদ্দিকীসহ এনসিটিবি’র বিভিন্ন শাখার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সবার মিলিত প্রচেষ্টায় বছরের শুরুতেই প্রথম থেকে নবম শেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে চাই। সারাবিশ্বে এটি অতুলনীয় একটি উদাহরণ।’ এই ধারা অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এ বিষয়ে কারও ধরনের গাফিলতি ও ব্যর্থতা মেনে নেওয়া হবে না।’

আরও পড়ুন-

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তালিকা হাইকোর্টে

ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থী ধাক্কাধাক্কি: তদন্ত কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি রাখার দাবি

/আরএআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী