X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা: তদন্ত কমিটিতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১০:১৮আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১২:১৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আন্দালন (ফাইল ফটো) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মাইমুনা সৈয়দ আহমেদকে ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছ। বুধবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তাকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে একমত হন।

এ বিষয়ে মাইমুনা সৈয়দ আহমেদ বলেন, ‘প্রথমে একজনকে ছাত্র প্রতিনিধি হিসেবে নাম প্রস্তাব করা হয়। কিন্তু তার বিরুদ্ধে সরাসরি আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে তাকে কমিটি থেকে বাদ দিয়ে আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছ। কারন আমি আন্দোলনে সক্রিয় নই। তবে, আমি নিজেও জানতাম না যে আমাকে এই কমিটিতে রাখা হচ্ছে। গতকাল রাতে আমি জানতে পেরেছি। শুনেছি, গতকাল দুপুরে প্রক্টর স্যার শিক্ষার্থীদের সামনে আমার নাম প্রস্তাব করেছিলেন। আমি জানি, কী ঘটেছিল বিশ্ববিদ্যালয়ে। আর অজানা বিষয়গুলোও তদন্ত করে প্রতিবেদন তৈরিতে সহায়তা করবো।’

আপনাকে প্রতিনিধি হিসেবে রাখতে শিক্ষার্থীদের মধ্যে কোনও দ্বিমত আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল দুপুরে প্রক্টর স্যার যখন আমার নাম প্রস্তাব করেন তখন সেখানে আমি ছিলাম না। তাই জানিনা, শিক্ষার্থীদের কোনও দ্বিমত আছে কিনা।  তবে আশা করি আমাকে নিয়ে কেউ দ্বিমত করবেন না।’

তিনি আরও বলেন, ‘ফারহান স্যারের সঙ্গে যা হয়েছে সেটা আমরা সবাই জানি। তিনি সবার সামনে আন্দোলনে যা বলেছেন সেটাও জানি। আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা কী করেছে তা দেখেছি। এখন পর্যন্ত কী হচ্ছে তাও দেখছি। ফলে, কমিটি তদন্ত নিরপেক্ষ ও সুষ্ঠভাবেই করবে বলে আশা করছি। আমার ভূমিকাও নিরপেক্ষ থাকবে।’

উল্লেখ্য, গত ১ আগস্ট বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে লাঞ্ছনার অভিযোগ ওঠায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে সেই কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হওয়ায় সমালোচনা ও প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এরপর নিরপেক্ষতার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে না রেখে বুধবার দুপুরে আবারও নতুন কমিটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক ঘোষণার মধ্য দিয়ে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক, ব্র্যাকের একজন শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সভাপতিসহ একজন ছাত্র প্রতিনিধিকে সদস্য করে নতুন তদন্ত কমিটি করা হয়েছে। তবে ছাত্র প্রতিনিধির নাম উল্লেখ করা হয়নি। এ কমিটিকে ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়। এছাড়া একইসঙ্গে বুধ ও বৃহস্পতিবারের ক্লাসও বাতিল ঘোষণা করে। পরে গণমাধ্যমেও সংবাদ বিজ্ঞপ্তি আকারে কমিটির তথ্য পাঠানো হয়।

সংশোধিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার, বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই প্রেসিডেন্ট তাজদিন হাসান এবং ছাত্র প্রতিনিধি থাকার কথা থাকলেও তার নাম ঘোষণা করা হয়নি।

/আরএআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট