X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম হওয়ায় সাদা দলের উদ্বেগ

ঢাবি প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ০৫:৫০আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ০৫:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয় গত সাড়ে আট বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে  ৯০৭ শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম এবং দলীয় অনুগতদের নিয়োগ দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা। শুক্রবার (৪ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

'ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে আট বছরে ৯০৭ শিক্ষক নিয়োগ, অনুগতদের নিয়োগ দিতেই অনিয়ম' শিরোনামে শুক্রবার (৪ আগস্ট) একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনটি আমলে নিয়ে এ বিবৃতি দিয়েছে সাদা দল।

সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের সই করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,‌‌‘বিগত বছরগুলোতে যেভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তাতে আমরা চরমভাবে উদ্বিগ্ন ও ভীষণভাবে হতাশ। সাদা দল থেকে বিভিন্ন সময়ে শিক্ষক নিয়োগসহ প্রশাসনের বিভিন্ন অনিয়মের বিষয়ে লিখিত ও মৌখিক প্রতিবাদ করে আসা হচ্ছে। কিন্তু প্রশাসন বরাবরই আমাদের প্রতিবাদকে উপেক্ষা করেছে। ফলে পরিস্থিতি এমন হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ দিনের ঐতিহ্য ও সুনাম আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির দেওয়া এক আপিল রায়েও বিষয়টি উঠে এসেছে। শিক্ষক নিয়োগে অনিয়মসহ উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্বদ্যিালয়কে নিয়ে মিডিয়ায় যে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত খবর প্রকাশিত হচ্ছে, তাতে আমরা আমাদের প্রাণপ্রিয় এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে শংকিত, উৎকণ্ঠিত এবং চিন্তিত।'

বিবৃতিতে আরও বলা হয়, 'মেধাবী ও যোগ্য শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রাণ। উপযুক্ত শিক্ষকের ওপরই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম নির্ভর করে। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে দলীয় অনুগতদের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এক দীর্ঘস্থায়ী সংকটে পড়বে বলে আমাদের আশঙ্কা। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নূন্যতম যোগ্যতা পূরণ না করা প্রার্থীদের নিয়োগ দেওয়া কেবল আইন বিরুদ্ধ নয়, নৈতিকতা পরিপন্থী এবং অমানবিকও বটে। বিশ্ববিদ্যালয়ের বিধান উপেক্ষা করে বিজ্ঞাপনের অতিরিক্ত শিক্ষক নিয়োগ দানের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

আরও উল্লেখ করা হয়, অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ায় যোগ্য এবং মেধাবী শিক্ষকদের মধ্যেও যন্ত্রণা কাজ করে। কিছু সংখ্যক অযোগ্যদের কারণে আজ তাঁদের নিয়োগ নিয়েও কথা শুনতে হচ্ছে। অন্যদিকে যে সকল মেধাবীরা নিয়োগবঞ্চিত হয়েছেন তারা হতাশায় ভুগছেন, এমনকি অনেকে বিদেশেও পাড়ি জমিয়েছেন। এ অবস্থা কোনোভাবেই কাম্য হতে পারে না।'

শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে উল্লিখিত অনিয়মসমূহের বিচার বিভাগীয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাদা দলের শিক্ষকরা।

/এএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!