X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রজনন হার ২-এ নামাতে কার্যক্রমে গতিশীলতা আনার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৭, ২২:০৪আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২২:১৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ২০২০ সালের মধ্যে দেশের সার্বিক প্রজনন হার ২-এ নামানোর লক্ষ্যমাত্রা অর্জনে পরিবার পরিকল্পনা অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজে আরও গতিশীলতা আনার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘২০২০ সালের মধ্যে দেশের সার্বিক প্রজনন হার ২-এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এ জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রমে সর্বোচ্চ আন্তরিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সবাইকে দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে।’
রবিবার (৬ অগাস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারের দূরদর্শী ও কার্যকর পরিকল্পনার ফলে সাম্প্রতিক সময়ে পরিবার পরিকল্পনার কার্যক্রমে সফলতা এলেও কিছু অঞ্চলে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। সরকার সেই সব দুর্বল অঞ্চলগুলো চিহ্নিত করে বিশেষ নজর দিয়ে কর্মপরিকল্পনা নিয়েছে।’ শিগগিরই মাঠ পর্যায়ের কার্যক্রমকে জোরদার করতে পরিবার পরিকল্পনায় প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়াসহ কর্মকর্তাদের পদোন্নতির জটিলতা দ্রুত নিরসনের জন্যেও এসময় তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মধ্যে চিকিৎসা, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

শিশু তৌফা-তহুরা সুস্থ তবুও আশঙ্কামুক্ত নয়

/জেএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি