X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মায়ের কোলে না ফেরা পর্যন্ত ঝুঁকিমুক্ত নয় তৌফা ও তহুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ১৮:৫১আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৮:৫৪

হাসপাতালের বেডে তৌফা ও তহুরা (ছবি- ডা. তানভীর আহমেদের সৌজন্যে পাওয়া) ‘তহুরার ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছিল অস্ত্রোপচারের প্রথম দিন থেকেই। তৌফা তার চেয়ে শারীরিকভাবে সুস্থ থাকলেও গত দু’দিনে তারও কিছুটা সমস্যা হচ্ছিল। তবে বুধবার (৮ আগস্ট) তারা দু’জনই ভালো আছে। যদিও তাদের আমরা আশঙ্কামুক্ত বলছি না। তৌফার শারীরিক অবস্থার একটু অবনতি ঘটায় মঙ্গলবার তার সিটিস্ক্যান করা হয়। আজ ক্ষতস্থানের ড্রেসিং খুলে দেখা গেছে গত দুদিনের চেয়ে তার অবস্থা ভালো।’ তহুরা ও তৌফার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য  জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনূর ইসলাম। তিনি বলেন, ‘ইনফ্যাক্ট, পুরোপুরি সুস্থ হয়ে মায়ের কোলে দিয়ে বাড়িতে না পাঠানো পর্যন্ত বলা যাবে না যে, ওরা ঝুঁকিমুক্ত।’

এদিকে, আজ (৯ আগস্ট) স্বাস্থ্য প্রতিমন্ত্রী মো. জাহিদ মালেক তৌফা ও তহুরাকে দেখতে হাসপাতালে যান। সেখানে তিনি  চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। শিশু দু’টির বিষয়ে মন্ত্রণালয় নিবিড় পর্যবেক্ষণ করছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

একইসঙ্গে শিশু দু’টির চিকিৎসায় হাসপাতালের নিউরোসার্জন এবং  প্লাস্টিক সার্জন যারা যুক্ত আছেন, তারা সবাই মিলে তহুরা ও তৌফাকে দেখতে যান।  ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক তানভীর আহমেদ এ তথ্য জানিয়ে  বলেন, ‘আজ (বুধবার) আমরা শিশু দু’টিকে দেখতে গিয়েছিলাম। ওরা ভালো আছে।’

প্রসঙ্গত, পিঠের একটু নিচ থেকে কোমরের নিচ পর্যন্ত জোড়া হয়ে জন্ম নিয়েছিল তৌফা ও তহুরা। গত ১ আগস্ট ১০ মাস বয়সী এই শিশু দু’টিকে  পৃথক করেন চিকিৎসকরা। যেভাবে জোড়া লেগে জন্মগ্রহণ করেছিল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে পাইগোপেগাস বলা হয়। পাইগোপেগাস শিশু পৃথক করার ঘটনা বাংলাদেশে এই প্রথম বলে জানান চিকিৎসকরা। প্রায় নয় ঘণ্টার অপারেশনে তাদের পৃথক করা হয়।

চিকিৎসকরা বলেন, ‘অপারেশনের পর থেকে আগামী ১০ দিন পর্যন্ত আমাদের এ শঙ্কা থাকবে। আমরা শিশু দু’টির বিষয়ে সর্বাত্মক নজর রাখছি, যেন তাদের কোনও ধরনের সংক্রমণ না হয়।’

গত ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম নিজ বাড়িতে জোড়া লাগা দুই কন্যাসন্তানের জন্ম দেন। কোমরের কাছে জোড়া লাগানো শিশু দু’টির সব অঙ্গপ্রত্যঙ্গই আলাদা। শুধু প্রস্রাব-পায়খানার রাস্তা একটি। গত বছরের ৮ অক্টোবর ঢামেকে অপারেশনের মাধ্যমে তাদের পায়ুপথ আলাদা করা হয়। গত ১ আগস্ট তাদের শরীর আলাদা করা হলো।

সহযোগী অধ্যাপক ডা. শাহনূর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই আমি ও আমার সহকর্মীরা ওদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। গত ১০ মাস ধরে সবকিছু করেছি। তৌফা ও তহুরা আমার অধীনে চিকিৎসাধীন রয়েছে ঠিকই, কিন্তু প্রতিটি বিভাগের আমার সিনিয়র  স্যারদের সহযোগিতা এবং তাদের ছাড়া এ কাজ আমার পক্ষে সম্ভব হতো না।’

ডা. তানভীর আহমেদ বলেন, ‘তৌফা ও তহুরাকে এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে, তাদের যেন সবসময়ের জন্য পর্যবেক্ষণে রাখা যায় সেজন্য।’ প্রসঙ্গত, গত ১ আগস্ট সকাল আটটায় তৌফা ও তহুরাকে অজ্ঞান করা হয়। তার প্রায় দেড় ঘণ্টা পর ৯টা ৪০ মিনিটের দিকে  জটিল ও ঝুঁকিপূর্ণ এ অস্ত্রোপচার শুরু হয়। বিকাল পাঁচটায় শিশু দু’টিকে সফলভাবে আলাদা করেন চিকিৎসকরা। ঢামেকের প্লাস্টিক সার্জন, নিউরো সার্জন ও শিশু বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্রায় ২০ থেকে ২২ জনের মেডিক্যাল বোর্ড এ অপারেশন সহায়তা করেন। সফল এ অপারেশনে যুক্ত ছিলেন প্লাস্টিক সার্জন অধ্যাপক আবুল কালাম, ডা. তানভীর আহমেদ, ডা. লতা, ডা. গোবিন্দ, ডা. ফয়সাল ও ডা. হেদায়েত, নিউরোসার্জন অধ্যাপক অসিত চন্দ্র সরকার, ডা. রাজিউল হক, অর্থোপেডিক সার্জন অধ্যাপক শামসুজ্জামান, পেডিয়াট্রিক সার্জন ডা. শাহনূর ইসলাম, ডা. মোহাম্মদ মইনুল হক, অধ্যাপক আশরাফ উল হক কাজল, অধ্যাপক সামিদুর রহমান, অধ্যাপক কানিজ হাসিনা শিউলি, অধ্যাপক আবদুল হানিফ টাবলু। অ্যানেসথেশিয়ায় ছিলেন অধ্যাপক মোজাফফর হোসেন, ডা. রাবেয়া, ডা. শফিকুল আলম ও ডা. আতিক।

এছাড়াও ছিলেন পেডিয়াট্রিক সার্জন তাহমিনা হোসেন, ডা. আল  মাসুদ, ডা.পার্থ সারথি মজুমদার,ডা. গাফফার খান জিয়া, ডা. সনেট, ডা. কৌশিক ভৌমিক ও ডা. তাসনিম আরা।

/জেএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী