X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচন নিয়ে উন্মুক্ত আলোচনা: ছাত্রদলকে তাড়িয়ে অনুপস্থিত ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ২১:৫৬আপডেট : ১০ আগস্ট ২০১৭, ২২:০৭

ডাকসু নির্বাচন নিয়ে উন্মুক্ত আলোচনা ডাকসু নির্বাচন বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ আলোচনার আয়োজন করে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই আলোচনায় অংশ নিতে আসা ছাত্রদলকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। তবে ছাত্রলীগও এ আলোচনায় অংশ নেয়নি।
এছাড়া চিঠি দিয়ে আমন্ত্রণ জানালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকও আলোচনায় যোগ দেননি, বলে জানান আন্দোলনকারীদের সমন্বয়ক মাসুদ আল মাহদী। ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১১টায় উন্মুক্ত আলোচনায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীর নেতৃত্বে ছাত্রদলের ২৫-৩০ জন কর্মী মধুর ক্যান্টিনের সামনে আসে। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ-মার্কসবাদী) সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) নেতা আলমগীর সুজন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী সামান্তা শারমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মঈন কাদের ও সাইফুল ইসলাম, আইন বিভাগের শিক্ষার্থী আশরাফুল হক ইশতিয়াক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হাসিব মোহাম্মদ আশিক প্রমুখ অংশ নেন।

আলোচনার সঞ্চালনায় ছিলেন ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ আল মাহদী। গত ৩১ জুলাই এক সংবাদ সম্মেলনে উন্মুক্ত আলোচনার কর্মসূচি ঘোষণা করেছিলেন ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা