X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শাহজালাল বিমানবন্দরে আগুন: ভোগান্তিতে যাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৭, ১৬:১২আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৭:২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের চার তলায় আগুন লাগার ঘটনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার বিকালের এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরে আটকা পড়েছেন হাজারো যাত্রী। ঘণ্টার পর ঘণ্টা পার হলেও তারা এখনও নিশ্চিত হতে পারছেন না গন্তব্যের উদ্দেশে কখন রওয়ানা হতে পারবেন।

টার্মিনালে অপেক্ষারত যাত্রীরা

বিমানবন্দরে আসা হজযাত্রী শহীদুল হক খান এবং ফরিদা সিদ্দিকী বলেন, ‘আমরা চেক ইন করছিলাম, তখনই ধোঁয়া দেখতে পাই ভেতরে। আমরা ভেবেছিলাম ছোটখাট কিছু, কিন্তু সেটা চোখের সামনেই বড় হয়ে গেল। হঠাৎ করে ভেতরে ছোটাছুটি হলো। চেক ইন প্রক্রিয়া ওই অবস্থায় রেখেই আমরা বাইরে চলে এসেছি। ফ্লাইটের কী হবে জানি না।’

অপরদিকে, মুহিদুল হক খান বিমানবন্দরে অপেক্ষা করছিলেন দুপুর ২টা থেকে। তিনি বলেন, ‘বাইরেই বসেছিলাম। হঠাৎ করে ছোটাছুটি আর ধোঁয়ার গন্ধে চারপাশ ভরে যায়। বিকাল ৫টায় আমার ফ্লাইট ছিলো, সেটার কী হবে, সে বিষয়ে কিছুই জানি না। কর্তৃপক্ষ এখনও আমাদের কিছুই জানায়নি।’

টার্মিনালে অপেক্ষারত যাত্রীরা

রাশিয়ার ব্যবসায়ী সার্গেই বিমানবন্দরের টার্মিনালে সাড়ে তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। দুপুরে ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা এসে বিমানবন্দরেই বসে ছিলেন তিনি। তিনি জানান, সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা ছিল, এখন কী হবে তা তিনি জানেন না।

নোয়াখালীর শওকত সৌদি আরবে কাজ করেন গত ১০ বছর ধরে। দুই ঘণ্টা ধরে বসে রয়েছেন। এখনও বুঝতে পারছেন না তিনি যেতে পারবেন, কিনা। অথচ তার আগামীকালই কাজে যোগ দেওয়ার কথা।

উল্লেখ্য, শুক্রবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের চার তলায় আগুন লাগে। এয়ার ইন্ডিয়ার অফিস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ছবি: নাসিরুল ইসলাম
আরও জানান: শাহজালাল বিমানবন্দরে আগুন, বহির্গমন বন্ধ

/জেএ/এমও/এএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া