X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মুক্তামনির জীবন বাঁচাতে প্রয়োজনীয় সবই করবো: সামন্ত লাল সেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ০১:১৪আপডেট : ১২ আগস্ট ২০১৭, ০১:১৪

ডা. সামন্ত লাল সেন ও মুক্তামনি বিরল রোগে আক্রান্ত মুক্তমনির জীবন বাঁচাতে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘আমাদের টার্গেট, তার হাত না কেটে ফেলা। কারণ কোনও প্লাস্টিক সার্জনই কারও অঙ্গ কেটে ফেলার পক্ষে নন। মুক্তামনির হাত থেকে প্রথমে আমরা অতিরিক্ত মাংসপিণ্ড ফেলে দেব। কিন্তু তাতেও যদি হাত ঠিক করা না যায় তাহলে তার জীবন বাঁচাতে বাধ্য হয়েই আমাদেরকে প্রয়োজনীয় (হাত কেটে ফেলার মতো) সিদ্ধান্ত নিতে হবে। তবে সব সিদ্ধান্ত হবে অপারেশন থিয়েটারে পরিস্থিতি কী হয় সে বিবেচনা করে।’

শুক্রবার বাংলা ট্রিবিউনকে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আগামীকাল (শনিবার)সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মুক্তামনির হাতে অপারেশন শুরু করা হবে।’

তিনি আরও বলেন, ‘আজ (শুক্রবার) মুক্তামনির শরীরে জ্বর ছিল। বিকেলের দিকে জ্বর কমে এসেছে। কিন্তু রাতে যদি তার আবার জ্বর আসে তাহলে আমরা অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত বদলাবো, সবকিছুই আসলে নির্ভর করছে মুক্তামনির শারীরিক অবস্থার ওপর। তবে আমরা প্রস্তুত। মুক্তামনির জন্য দুইটি অপারেশন থিয়েটারের ব্যবস্থা করা হয়েছে।’

ডা. সেন বলেন, ‘সবসময়ই আমরা বলে এসেছি, মুক্তামনির বিষয়টি রিস্কি, আমরা সবার কাছে দোয়া চাই।’

এদিকে, মেয়ের হাত কেটে ফেলার বিষয়ে মানসিক প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন, মুক্তামনির বাবা মো. ইব্রাহিম হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে আমার আম্মুজানের জীবন। হাত না থাকলে না থাকবে, আমি কেবল আমার আম্মুজানকে চাই, আমরা পরিবারের সবাই ওর হাত হয়ে থাকবো সারাজীবন।’

ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক ডা. তানভীর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকালের (শনিবার) অপারেশনের জন্য মুক্তামনির জন্য প্লাটিলেট, ফ্রেস ফ্রোজেন প্লাজমা এবং ফুল ব্লাড রেডি রেখেছি। সব ধরণের সিচুয়েশনের জন্য আমরা প্রস্তুত আছি। আগামীকাল মুক্তামনির অপারেশনের জন্য বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, বর্তমান পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক সাজ্জাদ খোন্দকার, অধ্যাপক রায়হানা আউয়াল, দুইজন সহযোগী অধ্যাপক, সাত জন সহকারী অধ্যাপকসহ অন্যান্য চিকিৎসক এবং ঢামেক হাসপাতালের অ্যানেসথেশিয়াস বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসনসহ আরেকজন এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অ্যানেসথেশিয়া বিভাগের চারজন্য চিকিৎসক এই অস্ত্রোপচারে অংশ নেবেন।’

মুক্তামনিকে বুস্ট আপ রাখতে আজ (শুক্রবার) এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্লাস্টিক সার্জারি ইউনেটর জুনিয়র কনসালটেন্ট ডা. শারমীন সুমি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘মুক্তামনির জন্য ১০ ব্যাগ রক্ত আর তিনব্যাগ প্লাটিলেট জমা আছে। তবে আগামীকাল আরও লাগতে পারে, তার রক্তের গ্রুপ ‘এ’ পজেটিভ।’’

প্রসঙ্গত, গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয় মুক্তামনিকে। এতোদিন মুক্তামনির রোগটিকে বিরল রোগ বলা হলেও গত শনিবার তার বায়োপসি করার পর জানা গেছে মুক্তামনির রক্তনালীতে টিউমার হয়েছে যেটাকে চিকিৎসা বিজ্ঞানে হেমানজিওমা বলা হয়ে থাকে।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘বায়োপসি প্রতিবেদন হাতে পেয়েই মুক্তামনির চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড শনিবারে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছে।’

/জেএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের