X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিদ্দিকুরের জন্য ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ২০:০৫আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২০:১৬

চেন্নাই থেকে ফেরার পর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বেডে সিদ্দিকুর (ফাইল ছবি)

পুলিশের টিয়ার শেলের আঘাতে দুই চোখ হারানো তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম মোস্তাফা। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ড. মো. গোলাম মোস্তাফা বলেন, ‘কয়েকটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এ বোর্ড গঠন করা হয়েছে। এ মেডিক্যাল বোর্ডের সদস্যরা হলেন- অধ্যাপক ড. দীপক কুমার নাথ, অধ্যাপক গোলাম হায়দার, অধ্যাপক ইফতেখার মনির, কর্নিয়া বিভাগের ড. সাইফুল্লা ও হাসপাতালের আবাসিক সার্জন শ্যামল কুমার।

তিনি আরও বলেন, ‘এ মেডিক্যাল বোর্ডের অধীনেই চিকিৎসা চলবে। আজ (শনিবার) সারাদিনে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে (সিদ্দিকুর) দেখেছেন। তার বাম চোখের অবস্থা আগের মতোই; আলো অনুভব করে, কিন্তু দেখতে পায় না।’

একই কথা জানান সিদ্দিকুরের বন্ধু ও সহপাঠী শাহ আলী। তিনি বলেন, ‘আমি সারাদিনই সিদ্দিকুরের কাছে ছিলাম। আজ তাকে দেখতে আট জন স্যার এসেছিলেন, তাদের কথাবার্তা সবই শুনেছি আমি। তাদের আলোচনা শুনে আমার মনে হয়নি, সিদ্দিকুর আবার দেখতে পাবে।’

সিদ্দিকুরের চোখ হারানোর প্রতিবাদে আগামীকাল সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে তার বন্ধুরা মানববন্ধন করবেন বলেও জানান শাহ আলী।

শুক্রবার বিকাল ৪টার দিকে চেন্নাই থেকে দেশে ফেরেন সিদ্দিকুর। বিকাল ৫টার দিকে বিমানবন্দর থেকে বের করে তাকে নিয়ে যাওয়া হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। আহত হওয়ার পর এখানেই ভর্তি করা হয়েছিল তাকে। তখন পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্দিকুরের ডান চোখে আলো ফেরার সম্ভাবনা নেই এবং বাঁ-চোখের অবস্থাও ভালো নয় বলে জানান দেশের চিকিৎসকরা।

উল্লেখ্য, পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা তাকে চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

/জেএ/এমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা