X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অস্ত্র উদ্ধারে গিয়ে যেভাবে গুলিবিদ্ধ হন পুলিশের এসি

রাফসান জানি
১৩ আগস্ট ২০১৭, ২১:১৬আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২১:২৬

 

রাহুল পাটোয়ারী রাজধানীর জুরাইনে অস্ত্র উদ্ধার করতে গিয়ে শনিবার রাতে গুলিবিদ্ধ হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের সিনিয়র সহকারি কমিশনার (এসি) রাহুল পাটোয়ারী। একই ঘটনায় গুলিবিদ্ধ হন এসির সোর্স বিল্লাল হোসেন মৃদুল ও সেলিম নামের এক পথচারী। অস্ত্র উদ্ধারে গিয়ে কিভাবে এই পুলিশ কর্মকর্তা ও অন্যরা গুলিবিদ্ধ হন, সেই চিত্র উঠে এসেছে প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেওয়া বর্ণনায়।

গুলির ঘটনাটি ঘটে জুরাইনের পোস্তগোলার নিউ সার্কুলার রোডের নগর স্বাস্থ্য কেন্দ্রের ঠিক সামনে। শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঘটনা। তখন এই সড়কটি ছিল ব্যস্ত। নিয়মিত যানবাহন চলাচল ছিল এই সড়কে। কিন্তু হঠাৎ গুলির শব্দে আশেপাশের লোকজনের দৃষ্টি যায় নগর স্বাস্থ্য কেন্দ্রের দিকে।

রবিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে চাওয়া হয় ঘটনার বিষয়টি। নগর স্বাস্থ্য কেন্দ্রের ঠিক বিপরীতে আবদুল মালেকের ফার্মেসি ‘মালেক মেডিক্যাল হল’। এ বিষয়ে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সন্ধ্যার পরে ফার্মেসিতে ব্যস্ত ছিলাম। হঠাৎ তিনটা গুলির শব্দ শুনি। নগর স্বাস্থ্য কেন্দ্রের ঠিক সামনে দাঁড়ানো ছিল একটি ট্রাক। একজনকে দেখলাম ট্রাকের পেছন থেকে পেট চেপে ধরে বেরিয়ে আসছেন। কোমরে একটি পিস্তল। তিনি (এসি রাহুল পাটোয়ারী) চিৎকার করে বলছিলেন, হেল্প হেল্প, আমার গুলি লেগেছে, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। তার পেছনে পেছনে গুলিবিদ্ধ আরও একজন (সোর্স বিল্লাল হোসেন মৃদুল) বেরিয়ে আসেন।’ 

মালিক আবদুল মালেক আরও বলেন, ‘‘ট্রাকের পেছন থেকে আহত অবস্থায় দু’জন বেরিয়ে আসার পর নগর স্বাস্থ্য কেন্দ্রের বিপরীত দিক থেকে একজন ছুটে এসে বলেন, এখন অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না। মোটরসাইকেলে চলুন। রাহুল পাটোয়ারীকে মাঝখানে বসিয়ে একটি মোটরসাইকেলে তিনজন রওনা দেওয়ার প্রস্তুতি নেন। তখন সোর্স বিল্লাল বলেন, ‘আমার পায়ে গুলি লেগেছে, আমি কিভাবে যাব?’ রাহুল বলেন, ‘তুমি রিকশায় চলে আসো।’ এরপর মোটরসাইকেলটি নগর স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে ফায়ার সার্ভিস ও শ্যামপুর থানার সামনে দিয়ে চলে যায়।’’

নগর স্বাস্থ্য কেন্দ্রের পাশেই রয়েছে আনসারদের একটি ক্যাম্প। আবাসিক সিটি বিজয় নিকেতন, আল-মুসলিম বিল্ডার্স লিমিটেডের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরাও গুলির শব্দ শুনে বাইরে ছুটে আসেন। আনসার ক্যাম্পের সহকারী প্লাটুন কমান্ডার কবিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বাউন্ডারির ভেতরে ডিউটিতে ছিলাম। আনুমানিক সাড়ে ৮টার দিকে হঠাৎ গুলির শব্দে বাইরে এসে দেখি হাসপাতালের সামনে থেকে একজন লোক আর্চিন গেটের দিকে দৌড়ে পালিয়ে যায়। তার পিছু পিছু আরও একজন অস্ত্রহাতে সেদিকে জোরে হেঁটে যায়। এদিকে হাসপাতালের ঠিক উল্টোপাশ থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিনজনকে ফায়ার সার্ভিস অফিসের সামনে দিয়ে যেতে দেখি। এদের মাঝখানে বসা ব্যক্তিকে পিছনের ব্যক্তি ধরে রেখেছিলেন।

নগর স্বাস্থ্য কেন্দ্রের সামনে ছোপ ছোপ রক্তের দাগ দেখতে পেয়েছিলেন বলে জানান একই ক্যাম্পের আনসার সদস্য খায়রুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা গুলির শব্দ শুনে আসার পর রাস্তার ওপর ছোপ ছোপ রক্তের দাগ ছিল। প্রথমে কয়েকজন বলছিল পটকা (চকলেট বোমা) ফাটছে। রক্তের দাগ দেখে সন্দেহ হয়। হাসপাতালের সামনে এক ট্রাক দাঁড়ানো ছিল। ট্রাকটা সড়ানোর পর নিচে দু’টি গুলির খোসা দেখতে পাই। তখন বুঝি পটকা না এখানে গুলির ঘটনা ঘটেছে। তখন ডিউটি শেষে শ্যামপুর থানার একজন এসআই এই পথে যাচ্ছিলেন। তাকে ডেকে গুলির খোসাগুলো দেখাই। তখন তিনি থানায় খবর দেন।’

গুলির ঘটনার পর ১৫-২০ মিনিট আশে-পাশে কেউ ছিল না। ভয়ে অনেকেই দোকান-পাট বন্ধ করে দেয়। পুরো এলাকা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। প্রায় আধাঘণ্টা পর শ্যামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান আনসার সদস্য কবিরুল ইসলাম ও খায়রুল ইসলাম।

হাসপাতালের গেটের সামনে গুলির ঘটনা হলেও কিছু দেখতে পাননি বলে জানান নগর স্বাস্থ্য কেন্দ্রের সিকিউরিটি গার্ড নূর হোসেন। তিনি বলেন, ‘আমি নামাজে গিয়েছিলাম। এসে দেখি রাস্তায় অনেক পুলিশ আর মানুষ। আমি কোনও শব্দ শুনিনি। আমি নামাজ থেকে আসার আগে নাকি গুলির ঘটনা ঘটেছে। এগুলো শুনে আমি ভয়ে ভেতরে চলে যাই। আর বাইরে বের হইনি।’

নগর স্বাস্থ্য কেন্দ্র, এখানে ডিবির এসি রাহুল পাটোয়ারী গুলিবিদ্ধ হন

এদিকে পথচারী সেলিম কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তা স্থানীয়রা নিশ্চিত করতে পারেননি। নগর স্বাস্থ্য কেন্দ্রের বাম পাশে বাজারের মুখে কয়েকটি চায়ের দোকান রয়েছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিয়ে আসার পর বলা হয়, চা খাওয়ার সময় পিঠে গুলিবিদ্ধ হন সেলিম। কিন্তু চারজন চা দোকানিকে জিজ্ঞেস করলেও কোন দোকানে বসে সেলিম চা খাচ্ছিলেন, তা কেউ নিশ্চিত করে জানাতে পারেননি। 

গলির মাথার ছোট দোকান ললিতা স্টোর। এ দোকানের মালিক কাঞ্চন মিয়া বলেন, গুলির শব্দ শোনার পর দৌড়াদৌড়ি শুরু হয়। আমি দোকান লাগিয়ে বাইরে চলে যাই। কে ঝামেলায় থাকতে চায়। আমি শুধু শব্দ শুনেছি। কাউকে দেখতে পাইনি।

গোপন সংবাদের ভিত্তিতে রাহুল পাটোয়ারী অস্ত্র উদ্ধারে গিয়েছিলেন বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি পশ্চিম) গোলাম মোস্তফা রাসেল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযানে এসিসহ ৮ সদস্যের টিম অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে রাহুল ও তার সোর্স বিল্লাল অস্ত্রধারীদের কাছে গিয়েছিলেন। তারাও ছিল দু’জন। কথা বলার এক পর্যায়ে সন্ত্রাসীদের একজনকে কোমরে ঝাপটে ধরেন রাহুল। তখন রাহুল ও বিল্লালকে গুলি করে সেখানে থাকা অন্য অস্ত্রধারী। ডিবি টিমের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই অস্ত্রধারী দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

গুলিবিদ্ধ ডিবির সহকারী কমিশনা রাহুল পাটোয়ারী (ছবি: ফোকাস বাংলা)

এদিকে ডিবি পুলিশের কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার পর রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে যান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি রাহুলের খোঁজ নিয়ে বাইরে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন, ‘এক সন্ত্রাসীকে জাপটে ধরার পর অন্য সন্ত্রাসীর গুলিতে রাহুল পাটোয়ারী গুলিবিদ্ধ হন। গুলি তার পেটের বাম পাশে লাগে। পরে তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন রাহুল আশঙ্কামুক্ত। দেশব্যাপী অস্ত্র উদ্ধারের অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।’

এদিকে শনিবার রাতে ঢাকা মেডিক্যালে ভর্তির পর রাহুলের দুই দফা অপারেশন করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানান, আবাসিক সার্জন ডা. জেসমিন নাহার (রুনি)। তিনি বলেন, ‘শনিবার রাতে অপারেশন করে গুলি বের করা হয়েছে। এরপর রবিবার (১৩ আগস্ট) আরেক দফা অপারেশন করা হয়। বেলা ১০টায় শুরু হয়ে অপারেশন শেষ হয় দুপুর ২টায়। তার পেটের খাদ্যনালীতে ছিদ্র ছিল। সেখানে দ্বিতীয় দফায় অপারেশন করা হয়। অপারেশনের পর তাকে পোস্ট অপারেটিভে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ’

পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সন্ত্রাসীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে কিনা, জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

/এনএল/জেইউ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী