X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কেউ বঙ্গবন্ধুকে গালি দিলে জনগণ প্রতিক্রিয়া দেখাবেই: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৭, ২১:৪৬আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২২:৫১

 

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি: সংগৃহীত) ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ সরকারকে সংক্ষুব্ধ করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘কেউ যদি বঙ্গবন্ধুকে গালিগালি করে তাহলে জনগণ প্রতিক্রিয়া দেখাবেই। এটাই স্বাভাবিক।’ রবিবার এই বিষেয় এক প্রশ্নের জবাবে বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘এ নিয়ে এখন আর কথা বলতে চাই না। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, তারা (সুপ্রিম কোর্ট)  একটি রায় দিয়েছেন। সেটি নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে।’  

এর আগে ষোড়শ সংশোধনী মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১০দিন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেননি আইনমন্ত্রী। গত ১০ আগস্ট সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল মামলার রায়ে অনেক অপ্রাসঙ্গিক কথা বলা হয়েছে। এই রায় সরকারকে ক্ষুব্ধ ও বিস্মিত করেছে।’

এরপর তিনি বেশকিছু জায়গা ‘এক্সপাঞ্জ’ করার জন্য রিভিউ করা হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন। গত ১ আগস্ট ষোড়শ সংশোধনী মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। রায়ের পর্যবেক্ষণে গণতন্ত্র, রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, সুশাসন, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করা হয়।

এদিকে গত শনিবার আওয়ামী আইনজীবী পরিষদের লিখিত বক্তব্যে বলা হয়, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতি যেসব অপ্রাসঙ্গিক বক্তব্য ও পর্যবেক্ষণ দিয়েছেন, তা দেশের আইনজীবী সমাজকে সংক্ষুব্ধ এবং ব্যথিত করেছে। রায়ে অপ্রাসঙ্গিকভাবে বঙ্গবন্ধু, জাতীয় সংসদ ও অধস্তন আদালতের প্রতি রাষ্ট্রপতির নিয়ন্ত্রণ এবং নির্বাচন কমিশন নিয়ে বক্তব্য দিয়েছেন আদালত।’

 /ইউআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!