X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বন্যায় বাড়ছে সাপে কাটা: মজুদ আছে পর্যাপ্ত অ্যান্টিভেনম

জাকিয়া আহমেদ
১৫ আগস্ট ২০১৭, ০৫:২০আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৭:৫২

দেশব্যাপি বাড়ছে বন্যা, আর বন্যার এ সময়টাতে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়তে থাকে। ইতোমধ্যে কয়েক জায়গায় সাপের কামড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে। তবে অন্য বছরগুলোর তুলনায় এবার পূর্বপ্রস্তুতি থাকায় সাপের কামড়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুর সংখ্যা কম হবে, বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অ্যান্টিভেনম সাপের কামড়ে মৃত্যুরোধে এবার আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি বছর বন্যার আগাম আভাস পেয়েই আমরা সারাদেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অ্যান্টিভেনম মজুদ রাখার নির্দেশ দিয়েছিলাম। সে অনুযায়ী সব জায়গাতেই এই ওষুধ রাখা আছে।’

বিশেষজ্ঞরা বলছেন, বিগত কয়েক বছর অ্যান্টিভেনমের মজুদ না থাকলেও গতবছর থেকেই দেশের জেলা ও উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অ্যান্টিভেনম মজুদ রয়েছে, যা কি না সাপের কামড়ে রোগীর মৃত্যু সংখ্যা কমিয়ে এনেছে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. গোবিন্দ চন্দ্র রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা শহরে আমাদের হাসপাতালগুলোতে সাপে কাটা রোগীর সংখ্যা কম। গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোয় এ ধরণের রোগী বেশি আসে। এখন সারাদেশের বেশিরভাগ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেই অ্যান্টিভেনম মজুদ রয়েছে।’

স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর এবং স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক এএইচএম এনায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতবার থেকেই দেশের সবগুলো জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমানে থাকে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রতিটি জেলার সিভিল সার্জনদের মাধ্যমে আমরা সেগুলো পৌঁছে দিয়েছি। তবে আমরা যেখানে বিষয়টিকে নিয়ে যেতে চেয়েছিলাম সেখানেও হয়তো যেতে পারিনি। কারণ গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত আমরা সাপের কামড়ে ৭ জনের মৃত্যু খবর পেয়েছি। তবে আগামীতে যেন এটাও না হয় সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি এখন থেকেই।’

বন্যা কবলিত এলাকা গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘আমেরিকান জার্নাল অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন’ সাময়িকীতে বলা হয়, সাধারণত চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ এলাকায় সাপে কামড়ের ঘটনা বেশি। এ নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম এবং পাবর্ত্য চট্টগ্রামে সাপে কাটার বেশি ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে একটি আলাদা ওয়ার্ডই রয়েছে, যেখানে সাপে কাটার অ্যান্টিভেনমসহ সব ধরণের চিকিৎসা রয়েছে। এ কারণে অন্য অনেক হাসপাতাল থেকেও আমাদের এখানে উন্নত চিকিৎসার জন্য এ ধরণের রোগী পাঠানো হয়।’

সাপের কামড় নিয়ে প্রায় ২০ বছর ধরে কাজ করেছেন ইউনিভার্সেল মেডিক্যাল রিসার্চ সেন্টারের প্রধান এবং আমেরিকান জার্নাল অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন সাময়িকীতে প্রকাশিত গবেষণা দলের সদস্য অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে প্রতিবছর সাত লাখ মানুষ সাপের কামড়ে আহত হন আর এর মধ্যে মারা যান প্রায় ছয় হাজারের বেশি মানুষ। বিষধর সাপের মধ্যে গোখরা ও কেউটে সাপের কামড়েই মারা যাওয়া মানুষের সংখ্যা বেশি।’

অধ্যাপক মো. রিদওয়ানুর রহমান আরও বলেন, “বন্যার আগে এবং বন্যার সময় সাপে কাটার সংখ্যা বেড়ে যায়, কারণ মানুষসহ সব প্রাণিই ‘ড্রাই ল্যান্ড’ চায়। যার কারণে মানুষ এবং সাপের ইন্টারেকশন বেড়ে যায় এবং সাপের কামড়ের ঘটনা বেশি ঘটে।”

বিষধর সাপে কাটা প্রায় ৭০ ভাগ রোগীই অ্যান্টিভেনম পায় না জানিয়ে তিনি বলেন, ‘এর কিছু কারণও রয়েছে। নতুন নতুন পোস্টিং হওয়া চিকিৎসকরা ভয় পায় অ্যান্টিভেনম ব্যবহার করতে। এছাড়া হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম অ্যাভেইলেবল থাকে না। তবে সে অবস্থার পরিবর্তন হয়েছে। বেশিরভাগ জেলা হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলোতে এখন অ্যান্টিভেনম রয়েছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি