X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র উন্মোচনে উচ্চপর্যায়ের কমিশন গঠনের দাবি

ঢাবি প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৭, ২৩:০৩আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২৩:০৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র জাতির সামনে উন্মোচনের জন্য উচ্চপর্যায়ের কমিশন গঠনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। মঙ্গলবার (১৫ আগস্ট) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাবি উপাচার্যের ভাষ্য, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কয়েকজনের বিচার হয়েছে, কয়েকজন পালিয়ে আছে। কিন্তু এই ষড়যন্ত্রের পেছনে আরও অনেকেই ছিল। মেশিনগান চালিয়ে ১৫ আগস্টের হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীরাই শুধু নয়, তাদের পেছনে আরও বহু ষড়যন্ত্রকারী রয়েছে। জাতীয় পর্যায়ে আছে, আন্তর্জাতিক পর্যায়েও আছে। অনানুষ্ঠানিকভাবে আমরা সেগুলোর কথা বলি, কিন্তু সেই পুরো ষড়যন্ত্রের ইতিহাস অজানা। কারা হত্যা করেছে, কারা পেছন থেকে নির্দেশনা দিয়েছে, সেগুলো ইতিহাসে থাকা দরকার। তাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের চক্রান্ত ও ষড়যন্ত্রের আদ্যোপান্ত জানতে একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করতে হবে।’

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির প্রতিষ্ঠাতা, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান হয়েও সপরিবারে নিহত হলেন। এটি কোনও সাধারণ হত্যাকাণ্ড নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কিছু নথিপত্র থেকে আমরা এ হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পারি। কিন্তু আমরা চাই, আমাদের দেশের গোয়েন্দা ও তদন্তকারী সংস্থার সদস্যরা এসব তদন্ত করে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র উন্মোজন করুন। তখনই আমরা জানতে পারবো, কাদের ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক মো. রহমত উল্ল্যাহ এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর। সঞ্চালনা করেন ঢাবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামুজ্জামান।

/জেএইচ/

সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক