X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ০১:০৮আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ০১:২৬

ঢাবিতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়কে নানান ষড়যন্ত্রমূলক তৎপরতার মাধ্যমে বেশ কয়েকটি মহল অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ তুলেছে ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এর প্রতিবাদে বুধবার (১৬ আগস্ট) দুপুরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছেন তারা।

এ কর্মসূচিতে অংশ নেয় ডিবেটিং সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি, রিসার্চ সোসাইটি,সায়েন্স সোসাইটি, ব্যান্ড সোসাইটি, লিটারেচার সোসাইটি, ফিল্ম সোসাইটি, নেচার সোসাইটি, মাইম অ্যাকশন, প্রভাতফেরী ও নাট্যসংসদের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস) মানববন্ধনের সঙ্গে সংহতি জানিয়েছে। সংগঠনের সভাপতি ফরহাদ উদ্দীন বলেন, ‘বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। তবে বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবসময় সচেষ্ট থাকবো আমরা।’

ক্যাম্পাস বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে অভিমত দিয়েছেন ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি প্যারিস তালুকদার। তার ভাষ্য, ‘গত ১০ আগস্ট মধুর ক্যান্টিনের সামনে ডাকসু নির্বাচনের দাবিতে ডাকা উন্মুক্ত আলোচনায় টিএসসি-ভিত্তিক কোনো সংগঠনকে ডাকা হয়নি। ওই আলোচনা ও আন্দোলনের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা নেই। আমরাও ডাকসু নির্বাচন চাই। তবে এটিকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পক্ষপাতী নই আমরা।’

ষড়যন্ত্র বলতে শিক্ষার পরিবেশ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টাকে বোঝাচ্ছেন বলে জানান রিসার্চ সোসাইটির সভাপতি সাইফুল্লাহ সাদেক। তার ভাষায়, ‘ডাকসুর দাবিতে আলোচনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির ব্যাপারটিকে বোঝাচ্ছি।আমরাও ডাকসু নির্বাচনের পক্ষে। সেজন্য সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ জরুরি।’

ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে সবার সহযোগিতা চেয়েছেন সায়েন্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান। তিনি বললেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অশান্ত ও অস্থিতিশীল করে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। কিছু বহিরাগত অছাত্র মধুর ক্যান্টিনে ডাকসুর দাবিতে আলোচনা ও সাইকেল র্যা লি করছে।’

ব্যান্ড সোসাইটির সভাপতি লালন মাহমুদ মনে করেন, ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য কয়েকটি গ্রুপ সক্রিয়। তার কথায়, ‘ষড়যন্ত্র ও অপরাজনীতির চেষ্টা হচ্ছে। আমরা সব ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই।’

মানববন্ধনে অন্য বক্তারা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শান্তিপূর্ণ অবস্থা নষ্ট করতে কয়েকটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণমাধ্যমকে অপপ্রচার ও ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে। তাদের চাওয়া, নিয়মতান্ত্রিক উপায়ে যৌক্তিক দাবিতে আন্দোলন চলুক। তারা বলেছেন, ‘বহিরাগতদের নিয়ে এসে কেউ ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাইলে তাদের ছাড় দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে।’

মানববন্ধন সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সভাপতি মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সী। এখানে আরও বক্তব্য রাখেন মাইম অ্যাকশনের সভাপতি মীর লোকমান, ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মনিরুজ্জামান মুন্না, লিটারেচার সোসাইটির সাধারণ সম্পাদক সাদমান সাকিফ, ফিল্ম সোসাইটির কর্মী সাদ আমিন, নাট্য সংসদের কর্মী দিদার মোহাম্মদ আশিক প্রমুখ।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!