X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিরিজ বোমা হামলার আগাম তথ্য ছিল না পুলিশের কাছে

রাফসান জানি
১৭ আগস্ট ২০১৭, ১৪:০১আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৭:৩২

জেএমবির সিরিজ বোমা হামলার হোতারা জামা’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলার আগাম কোনও তথ্য ছিল না পুলিশ ও গোয়েন্দাদের কাছে। এমনকি ধর্মীয় উগ্রবাদকে পুঁজি করে জেএমবি কাজ শুরু করলেও বোমা হামলার আগে এরকম অন্যান্য সংগঠন সম্পর্কেও কোনও ধারণা ছিল পুলিশের। বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন পুলিশের সাবেক আইজি আব্দুল কাইয়ুম।

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ৬৩ জেলার প্রায় পাঁচশ’ স্থানে বোমা হামলা চালায় জেএমবি। ওইদিন জেএমবি’র বোমা হামলায় দুইজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন। ২০০৫ সালের ৭ মে থেকে ২০০৬ সালের ৬ জুলাই পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল কাইয়ুম। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য।

বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাতকারে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, ‘ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম। এই হামলার বিষয়ে আমাদের কাছে আগাম কোনও ইন্টেলিজেন্স ছিল না। এমনকি জামা’তুল মুজাহিদিন সংগঠনটা সম্পর্কেও আমাদের কোনও ধারণা ছিল না।’

সারাদেশে সিরিজ বোমা হামলার আগাম কোনও তথ্য গোয়েন্দা তথা পুলিশের কাছে না থাকার কারণ হিসেবে সাবেক এই পুলিশ প্রধান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে এতো ইন্টিলিজেন্স থাকার পরও সন্ত্রাসী হামলা হচ্ছে। ইন্টিলিজেন্স সব পেয়ে যাবে এমনতো নয়। একজন মানুষ কী করবে না করবে তা জানা খুবই ডিফিকাল্ট। এদের শুরুর কাজটা অনেক নিখুঁত ছিল।’

তিনি বলেন, ‘এই সিরিজ বোমা হামলার মধ্য দিয়ে জেএমবি’র নিজের অস্তিত্ব জানান দেওয়াই মূল লক্ষ্য ছিল। তারা তখন কোনও ফায়ার আর্মস ব্যবহার করতো না। যেকারণে তারা কম শক্তিসম্পন্ন বিস্ফোরক বানিয়েছিল। যাতে আতঙ্ক ছড়াবে, কিন্তু ক্ষয়-ক্ষতি হবে কম।’ পুলিশের সাবেক আইজি আব্দুল কাইয়ুম

তিনি জানান, এক এলাকার জেএমবি সদস্যকে অন্য এলাকায় অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। যাতে সহজে কেউ না চিনতে পারে। তবে এই কৌশল ব্যবহার করলেও পরবর্তীতে জেএমবি’র প্রায় সবাইকে জীবিত গ্রেফতার করে বিচারের আওতায় আনা সম্ভব হয়েছিল।

দেশব্যাপী হামলার আগে কোনও তথ্য না থাকলেও হামলার পর খুব দক্ষতার সঙ্গে জেএমবিকে দমন করা হয়েছে দাবি করে পুলিশের সাবেক আইজি আব্দুল কাইয়ুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুধু মুন্সীগঞ্জ ছাড়া অন্য ৬৩ জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে যেটা করতে পেরেছিলাম সেটা হচ্ছে সারাদেশে আমাদের টিম ওয়ার্ক ছিলো ভেরি গুড। তখন ডিআইজি ও এআইজি পদে যারা ছিলেন তারা সবাই ছিলেন হাইলি প্রফেশনাল। এরপরও ঘটনা ঘটেছে। চট্টগ্রাম, ঝালকাঠি, গাজীপুরে হত্যাকাণ্ড চালিয়েছে তারা। তবে দ্রুত সময়ের মধ্যে আমরা এগুলোর তদন্ত শেষ করতে পেরেছি। কিছু ক্ষেত্রে স্থানীয় পুলিশ কাজ করেছে। আর যেগুলো খুব গুরুত্বপূর্ণ মামলা ছিল, সেগুলো দ্রুত সিআইডির কাছে দেওয়া হয়েছে। অধিকাংশ মামলার তদন্তই পুলিশ করেছে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে আমরা ইন্টেলিজেন্স কালেক্ট করতে পেরেছিলাম। ইট ওয়াজ গুড টিম ওয়ার্ক। হাইলি প্রফেশনালিজম ছিল প্রত্যেক অফিসারের মধ্যে। যার কারণে প্রত্যেককে জীবিত গ্রেফতার করা সম্ভব হয়েছে। ইনক্লুডিং অল দ্যা সূরা মেম্বার। তদন্ত অধিকাংশ ক্ষেত্রে ৬ মাসের মধ্যে শেষ করতে পেরেছি।’

সিরিজ বোমা হামলার পর একের পর এক আত্মঘাতী বোমা হামলা চালায় জেএমবি। বোমা হামলায় বিচারক, আইনজীবী, পুলিশ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ তখন ৩৩ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন শত শত মানুষ। সিরিজ বোমা হামলার পরও কেন পরবর্তী হামলাগুলো ঠেকানো সম্ভব হয়নি, এমন প্রশ্নের জবাবে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, ‘সিরিজ বোমা হামলার পর আমরা ইন্টিলিজেন্স কালেক্ট করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা ছিল বেশ ডিফিকাল্ট। যার ফলশ্রুতিতে জেএমবি বেশ কিছু হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তারপরও আমরা সেই সময় কোয়ালিটিফুল ইনভেস্টিগেশন করতে পেরেছিলাম। যার রেজাল্ট এখনও সবাই পাচ্ছেন। সিরিজ বোমা হামলা পরবর্তী তদন্তে পুলিশের পাশাপাশি র‌্যাবও যথেষ্ট ভূমিকা রেখেছে। তখন পুলিশ ও র‌্যাবের মধ্যে গঠনমূলক কম্পিটিশন ছিল। যদিও এরপর জেএমবি বেশ কিছু হত্যাকাণ্ড ঘটিয়েছিল।’

/আরজে/এফএস/ 

আরও পড়ুন- সিরিজ বোমা হামলার ১২ বছর: বিচারাধীন এখনও ৪৬ মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ