X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ পানিপ্রবাহ সনদ অনুসমর্থন করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ২৩:২৫আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২৩:৪১

১৯৯৭ সালে পাশ হওয়া জাতিসংঘ পানিপ্রবাহ সনদের পক্ষে বাংলাদেশ ভোট দিলেও এখনও জাতীয় সংসদে অনুসমর্থন বা র‌্যাটিফাই করেনি, বলে জানিয়েছে ‘জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন বাস্তবায়ন আন্দোলন’। বৃহস্পতিবার বিকালে আয়োজিত নদী অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা জাতিসংঘ পানিপ্রবাহ সনদ অনুসমর্থনের আহ্বান জানায় সংগঠনটি।

নদী অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ‘জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন বাস্তবায়ন আন্দোলন’ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জল-পরিবেশ ইনিস্টিটিউেটর চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক। পুরানা পল্টনের রাষ্ট্রচিন্তা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কনভেনশন বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক জাকিয়া শিশির, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মাহবুব সিদ্দিকী, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক কলিমউল্লাহ ইকবাল।

সভায় বক্তারা বলেন, ‘জাতিসংঘের এই সনদ আন্তর্জাতিক নদী প্রবাহের ব্যবস্থাপনা ও সদ্ব্যবহারের ক্ষেত্রে ভাটির দেশের অধিকার প্রতিষ্ঠায় বিশেষভাবে উপযোগী। কিন্তু বাংলাদেশ অজ্ঞাত কারণে দলিলটি জাতীয় সংসদে অনুসমর্থনে উদাসীনতা দেখিয়ে চলছে। বাংলাদেশ যেমন স্বল্পোন্নত দেশের নেতৃত্ব গ্রহণ করেছে, তেমনই বিশ্বের ভাটির দেশগুলোর নেতৃত্ব গ্রহণ করতে পারে এই দলিলকে কেন্দ্র করে।’

প্রসঙ্গত, ২০১৪ সালের মে মাসে ৩৫তম দেশ হিসেবে ভিয়েতনাম দলিলটি অনুসমর্থন করে। এর ফলে একই বছরের ১৭ আগস্ট থেকে জাতিসংঘ সনদটি কার্যকর হয়। নদী বিষয়ক অলাভজনক উদ্যোগ ‘রিভারাইন পিপল’ জাতিসংঘ পানিপ্রবাহ সনদ কার্যকর হওয়ার দিনটিকে ‘নদী অধিকার দিবস’ হিসেবে ঘোষণা করে। তাদের আহ্বানে সাড়া দিয়ে গত তিন বছর ধরে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে নদী, পানি ও পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠন।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া