X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নদী ভাঙনের ঝুঁকিতে দেশের ২৯ স্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ১৭:২০আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৭:৩২

নদী ভাঙন (ছবি- সংগৃহীত)

স্যাটেলাইটে প্রাপ্ত তথ্যের ওপর গবেষণা করে পানিসম্পদ মন্ত্রণালয়ের ট্রাস্টি প্রতিষ্ঠান সিইজিআইএস চলতি বছরে (২০১৭)  দেশের ২৯টি স্থানকে নদী ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। ভাঙনের তীব্রতা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি, ঝুঁকির ওপর ভিত্তি করে বেসরকারি উন্নয়ন সংগঠন ব্র্যাক কুড়িগ্রামের রৌমারী,বগুড়ার সারিয়াকান্দি, রাজবাড়ীর পাংশা ও কালুখালী এবং শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার মানুষকে সতর্ক করার কাজ করছে।

আজ (সোমবার) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে নদী ভাঙনের ঝুঁকি, পূর্বাভাস, সতর্কীকরণ, প্রচার ও করণীয়’ শীর্ষক পরামর্শ সভায় এসব তথ্য দেওয়া হয়। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বড় নদীগুলোর চ্যানেল পরিবর্তন এবং বর্ষা মৌসুমে পানি বাড়ার কারণে দেশে নদী ভাঙনের তীব্রতা বাড়ছে। ফলে প্রতি বছর নদী তীরবর্তী অসংখ্য মানুষ বসতভিটাসহ আবাদী জমি হারিয়ে নিঃস্ব হচ্ছেন। এ অবস্থায়  নদী ভাঙনের আগাম তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া খুবই জরুরি। একইসঙ্গে ভাঙন কবলিত এলাকাগুলো রক্ষা করতে বক্তারা নদীর তীর সংরক্ষণ, নতুন বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘২০১৭ সালের জন্য নদী ভাঙনের পূর্বাভাস’ শীর্ষক প্রতিবেদন তুলে ধরেন সিইজিআইএস-এর রিভার, ডেল্টা অ্যান্ড কোস্টাল মরফোলজি ডিভিশনের জুনিয়র স্পেশালিস্ট সুদীপ্ত কুমার হোড়। এছাড়া সভায় ‘নদী ভাঙনের পূর্বাভাস জ্ঞাপন: পূর্ববর্তী বছরসমূহের অভিজ্ঞতা’ শীর্ষক প্রতিবেদন তুলে ধরেন ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির (ডিএমসিসি) সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. জাফর ইকবাল।

সভাটি সঞ্চালনা করেন ব্র্যাকের ডিএমসিসি কর্মসূচির পরিচালক গওহার নঈম ওয়ারা ও সিইজিআইএস-এর উপনির্বাহী পরিচালক ড. মমিনুল হক সরকার। এতে বক্তব্য রাখেন ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ কর্মসূচির পরিচালক কেএএম মোর্শেদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপ-পরিচালক (কাবিখা-১) এর সৈয়দা মেহেরুন নেছা কবীরসহ পানি উন্নয়ন বোর্ড,ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

গওহার নঈম ওয়ারা বলেন, ‘নদী ভাঙনের পূর্বাভাস প্রদানে প্রযুক্তিগত যে দক্ষতা আমরা অর্জন করেছি তা তখনই স্বার্থক হবে, যদি  আমরা তা সময়মতো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং নদী শাসনের কর্মকাণ্ডে এসব তথ্য ব্যবহার করতে পারি।’

ড. মমিনুল হক সরকার নদী ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে বন্যা, সাইক্লোনের কারণে ব্যক্তির ক্ষতি হলেও সে তার জায়গা হারায় না। কিন্তু নদী ভাঙনে মানুষ তার জমি বা ভিটেবাড়িও হারায়। তাই এ সমস্যা নিরসনে অমাদেরকে নদী ব্যবস্থাপনার দিকে বেশি দৃষ্টি দিতে হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, ব্র্যাকের ডিএমসিসি ২০১৬ সাল থেকে সিইজিআইএস-এর কারিগরি সহযোগিতায় ‘নদী ভাঙনের ঝুঁকি, পূর্বাভাস ও পরামর্শ’ নামের প্রকল্প বিভিন্ন জেলায় বাস্তবায়ন করে আসছে।এই কার্যক্রমের ধারাবাহিকতায় চলতি বছর ৮টি জেলার অন্তর্গত ১৬টি উপজেলার মোট ১৩টি ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কীকরণ বার্তা কী উপায়ে আরও  কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
/জেএ/এপিএইচ/

আরও পড়ুন: 

ভেজাল প্যারাসিটামলে ২৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্যসচিবকে হাইকোর্টে তলব

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়