X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ছিনতাইকারী চক্রের ৮ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ১৮:১৯আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২৩:০৮

   

আটক ৮ ছিনতাইকারী রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২।  সোম ও মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। এই চক্রটি রাজধানীর বিভিন্ন পয়েন্টে চলন্ত গাড়ি ও পথচারীদের কাছ থেকে ছিনতাই করতো। র‌্যাব-২-এর সিনিয়র সহাকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সিনিয়র সহাকারী পুলিশ সুপার বলেন, ‘সম্প্রতি মৌসুমি অপরাধীদের দৌরাত্ম্য বেড়েছে। পেশাদার অপরাধীদের পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতি, জাল নোট চক্র ও অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে তৎপর মৌসুমি অপরাধীরা।’

সোমবার র‌্যাব-২-এর আভিযানিক দল ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা ক্রসিং এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য সোহেল (২৫), মো. খলিল (১৮), মো. হালিম (৫০), আলামিন (১৮), সুমন (১৮), মো. শহিদুল ইসলাম (২৮), শারমিন আক্তার সুখি (১৯) ও রুকসানা (১৮) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ টি চাকু, ৫ টি ব্লেড, ২ টি মোবাইল জব্দ করা হয়।

এছাড়া তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কয়েক বছর যাবত রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে। বিশেষ করে চলন্ত গাড়িতে অবস্থানরত মানুষের ব্যবহৃত মোবাইলসেট, হাতে থাকা ল্যাপটপসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ছোট ছোট জিনিসপত্র হঠাৎ করে টান দিয়ে নিয়ে চলে যায়। তারা মূলত একটি সংঘবদ্ধ দলে কাজ করে। বিভিন্ন বাস/ট্রাক কাউন্টার/সড়কে এ গ্রুপের এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযান চলমান রাখবে বলেও জানান র‌্যাব-২-এর সিনিয়র সহাকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম।

 

/এআরআর/ এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!