X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৭ খুন মামলার পিপির মেয়েকে বিষ খাওয়ানোর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ২১:০১আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২৩:০২

  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মায়েশা ওয়াজেদ প্রাপ্তি নারায়ণগঞ্জের সাত খুন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খান খোকনের মেয়ে মায়েশা ওয়াজেদ প্রাপ্তিকে বিষমিশ্রিত মিষ্টি খাওয়ানোর অভিযোগ উঠেছে। তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালে পিপি ওয়াজেদ আলী খান বাংলা ট্রিবিউনকে অভিযোগ করে বলেন, ‘যারা সাত খুন মামলার রায়ে খুশি হননি—তারাই এ ঘটনা ঘটিয়েছে। তারা আমার মেয়েকে অপহরণ করতে চেয়েছিল।’

মায়েশার মামা আইনজীবী এস এম সাইফুল ইসলাম জানান, মায়েশা এ লেভেলের ছাত্রী।

মেয়ের বরাত দিয়ে বাবা ওয়াজেদ আলী জানান, ‘নারায়ণগঞ্জ ক্লাবের পাশে তৌহিদ টিউটোরিয়াল কোচিং সেন্টার থেকে কোচিং শেষে মায়েশা বের হন। তখন সেখানে তার বাবার বয়সী তিন জন লোক আসেন। তারা সাত খুন মামলার কথা উল্লেখ করে বলেন, তোমার বাবা ভালো কাজ করেছেন। তোমাকে তো মিষ্টি খাওয়ানো দরকার। তখন তাকে জোর করে মিষ্টি খাওয়ানো হয়। এবং মুখে পানি ঢেলে দেয় তারা। মায়েশা দৌড়ে কোচিং সেন্টারে ঢুকে পড়ে। সে তার বাবাকে ফোন করে বিষয়টি জানায়। সে বলে, তারা গলা জ্বলছে। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত সোয়া ৮টার দিকে নিয়ে আসে।

ঢামেকে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক মায়েশার পাকস্থলী ওয়াশ করেন। মায়েশার মা সেলিনা ওয়াজেদও  হাসপাতালে উপস্থিত রয়েছেন।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক জানিয়েছেন, ‘আমরা ভিকটিমের স্বজনের কাছ থেকে জেনেছি মায়েশাকে বিষ খাওয়ানো হয়েছে। সব দিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।’

তিনি জানান, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের ১০৬ হাজী মঞ্জিলের চতুর্থ তলায় তৌহিদ টিউটোরিয়াল কোচিং সেন্টারে মায়েশা পড়তে গিয়েছিল। কোচিং শেষে নিচে নামলে তাকে তিন জন লোক তারা বাবার বন্ধু বলে পরিচয় দেয়। তারপর তাকে কিছু একটা খাইয়ে তারা চলে যায়।

কর্তব্যরত চিকিৎসক জানান, বুধবার রাত পৌনে ১১টায় পরিবারের সঙ্গে বাসায় চলে গেছেন মায়েশা ওয়াজেদ প্রাপ্তি।

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা