X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বন্যাদুর্গত এলাকায় চিকিৎসায় গাফিলতি হলেই ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ১৮:৪৬আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৮:৫৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বন্যায় প্লাবিত অঞ্চলে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহে কোনও ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুধু তাই নয়, কোনও ধরনের গাফিলতি ধরা পড়লেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মেডিক্যাল টিমগুলোকে দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করতে হবে। সম্ভব হলে বাড়ি বাড়ি গিয়ে সেবা দিতে হবে। এসব এলাকায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনও ধরনের বিচ্যুতির অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রবিবার (২৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় স্বাস্থ্য কাউন্সিলের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে প্লাবিত এলাকায় পর্যাপ্ত পরিমাণে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ পাঠানো হয়েছে। ওষুধের মজুদ আরও আছে, যেকোনও সময় প্রয়োজন হলেই সেগুলো যথাযথ স্থানে পৌঁছে দেওয়া হবে। বন্যা শেষ হলেও স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত মেডিক্যাল টিমগুলোর সেবা কার্যক্রম চলমান থাকবে।’
সভায় জানানো হয়, বন্যাদুর্গত ১২৩টি উপজেলায় সরকারের তিন হাজার ৪৭টি মেডিক্যাল টিম কাজ করছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আয়োজনে আলাদা আলাদা চিকিৎসক দলও দুর্গতদের চিকিৎসার্থে কাজ করে যাচ্ছে। বন্যাকবলিত এলাকাগুলোতে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলেও বন্যার পানিবাহিত অন্য কোনও রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি বলে সভায় জানানো হয়।
সভায় জাতীয় কাউন্সিলের জন্য নির্ধারিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ২০১৪ সালে অনুষ্ঠিত কাউন্সিলে গৃহীত বিভিন্ন নির্দেশনা ও কর্মসূচির অগ্রগতি সম্পর্কেও সভায় পর্যালোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক তন্দ্রা সিকদার, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইহতেশামুল হকসহ মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

অসংক্রামক রোগের ঝুঁকিতে দেশের মানুষ!

ঈদের আগেই হতে পারে মুক্তামনির আরেকটি অপারেশন

/জেএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে