X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মতিঝিল আইডিয়ালের ভুয়া শিক্ষকের তালিকা চেয়েছে মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ২১:১৪আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ২১:২২

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজের ভূয়া শিক্ষকের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)মহাপরিচালকের কাছে এই তালিকা চাওয়া হয়। অভিযোগ ছিল এই প্রতিষ্ঠানে অনেক শিক্ষক ভুয়া সনদে চাকরি করছেন।
গত ১৬ আগস্ট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ সব শিক্ষকের সনদ যাচাইয়ের পর ভুয়া শিক্ষকদের তালিকা মন্ত্রণালয়ে দাখিল করবেন। এই সিদ্ধান্তের পর রবিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাউশির মহাপরিচালকের কাছে ভুয়া শিক্ষকদের তালিকা চায়।

এর আগে মাউশিকে সব শিক্ষকের সনদ যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় মন্ত্রণালয়। অভিযোগ ছিল অনেক শিক্ষক ভূয়া সনদে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজে শিক্ষকতা করছেন। গত মে মাসে প্রতিষ্ঠানটির মতিঝিল শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম খানের বিএড সনদ ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর মাউশি ছালাম খানের এমপিও স্থগিত করে। পাশাপাশি চাকরিচ্যুত করতে ম্যানেজিং কমিটিকে চিঠি দেয় ঢাকা শিক্ষাবোর্ড। এই নির্দেশনার বিরুদ্ধে ছালাম খান হাইকোর্টে রিট আবেদন করলে তা স্থগিত করেন আদালত। তবে এ ঘটনার পর বিভিন্ন পর্যায় থেকে মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করা হয়— ভুয়া সনদে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছেন অনেক শিক্ষক।

শিক্ষকদের ভুয়া সনদ বিষয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর আগে মন্ত্রণালয়ে একটি মিটিংয়ে হয়েছিল। ওই মিটিংয়ে আমাকে ডাকা হয়েছিল যারা দারুল ইহসানে বিএড করেছেন বা অন্য কোনও ডিগ্রি করেছেন তাদের সনদ যাচাই করতে বলা হয়েছে।’

তবে রবিবারের আদেশে সব শিক্ষকের সনদ যাচাইয়ের কথা বলা হয়েছে। শিক্ষক আব্দুস সালাম খান ছাড়া অন্য কোনও শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ রয়েছে কিনা জানতে চাইলে শাহান আরা বেগম বলেন, ‘শিক্ষকদের কোন কোন সনদ যাচাই করার কথা বলা হয়েছে তা কাল আদেশ দেখে বলতে পারবো।’

মতিঝিল আইডিয়ালের শিক্ষকদের সনদ যাচাইয়ের বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক প্রফেসর মো. এলিয়াছ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষক আব্দুস সালাম খান ছাড়া আর কোনও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আমাদের কাছে নেই। মন্ত্রণালয়ের কাছে হয়তো থাকতে পারে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাচাই করে কোনও শিক্ষকের ভুয়া সনদ পেলে তাদের এমপিও বাতিল হবে এবং চাকরিচ্যুত করা হবে।

/এসএমএ/
সম্পর্কিত
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা