X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

উন্নয়ন প্রকল্প শতভাগ বাস্তবায়নের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৭, ১৭:৩১আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৭:৩৯

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সভা শিক্ষা উন্নয়ন প্রকল্প শতভাগ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার (২৯ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি পর্যালোচনা করা হয় এবং পরবর্তী কার্যক্রমের জন্য সুনির্দিষ্ট করা হয়।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত অর্থবছরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জাতীয় অগ্রগতির চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়ন বেশি হলেও আমরা সন্তুষ্ট থাকতে পারি না। আগামীবার শতভাগ বাস্তবায়ন করতে হবে। বরাদ্দ দেওয়া অর্থের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে— সেই প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সারা বছরের কাজ ভাগ করে স্থির করা হয়েছে। সব কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে। কাজের মান আরও উন্নত করার জন্য বিশেষ ও নিয়মিত পরিদর্শন ও মনিটরিং করতে হবে। কোনও ধরনের দুর্নীতি, অপচয়, অপব্যবহার বরদাস্ত করা হবে না।’

বন্যায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘বন্যার ফলে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। শেষ বন্যার ফলে তালিকা আরও দীর্ঘ হয়েছে। বিভিন্ন ধরনের কাজ- ছোট ও মাঝারি মেরামত, বড় মেরামত এবং নতুন নির্মাণ কাজ করতে হবে। এজন্য দ্রুতই অর্থ সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।’ এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান ও ড. অরুনা বিশ্বাস এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০১৭-১৮ অর্থবছরে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের আওতায় ১৪টি, শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতায় ১২টি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের একটি এবং বাংলাদেশ স্কাউটস এর একটি প্রকল্প বাস্তবায়িত হবে।

/এসএমএ/

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী