X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট: তিন বছর ধরে নষ্ট এমআরআই মেশিন, ভোগান্তিতে রোগীরা

জাকিয়া আহমেদ
১০ সেপ্টেম্বর ২০১৭, ০১:৪০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ০১:৪৩

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (ছবি- সংগৃহীত) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের এমআরআই  মেশিনটি তিন বছর ধরে নষ্ট পড়ে আছে। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের পরীক্ষার জন্য যেতে হচ্ছে অন্য হাসপাতালে। এতে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তির পাশাপাশি ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। এ নিয়ে বিব্রত হাসপাতালের চিকিৎসকরাও। এখন ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে, মেশিনটি অনেক পুরনো। এটি মেরামত করা যুক্তিযুক্ত হবে কিনা তা ভাবতে হবে।  

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ‘তিন বছর ধরে মেশিনটা নষ্ট। কতো চিঠি চালাচালি হলো। কিন্তু মেশিন আর ঠিক হলো না। রোগী তো বটেই, সাফার করছেন চিকিৎসকরাও। আমরা সবকিছু করছি, কিন্তু একটি মেশিনের অভাবে রোগীদের যখন ফেরত যেতে হয়, তখন সেটা চিকিৎসক হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যের।’

সংশ্লিষ্টরা জানান, মেশিনটি ঠিক করার জন্য গত বছর জাপান থেকে প্রকৌশলীদের একটি টিম আসার কথা ছিল, কিন্তু গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর তারা আর আসেনি।

শনিবার (০৯ সেপ্টেম্বর) মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে গিয়ে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় উঠছেন চট্টগ্রাম থেকে আসা রহমত আলী (ছদ্মনাম)। মেয়েকে ধরে সিএনজিতে উঠানোর সময় পাশে থাকা ভাইকে বলছিলেন, পরীক্ষা করানোর জন্য যদি অন্য হাসপাতালেই যেতে হয় তাহলে এই হাসপাতালে এসে কী লাভ হলো? কাছে গিয়ে প্রশ্ন করতে জানা গেল,মেয়ের মানসিক সমস্যার কারণে চট্রগ্রামের এক ক্লিনিক থেকে তাকে এই হাসপাতালে নিয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু এখানে আসার পর চিকিৎসকরা এমআরআই  করার জন্য বললেও এখানে তা করানো যাচ্ছে না। তাই বাধ্য হয়ে তিনি এখন যাচ্ছেন পাশের নিউরোসায়েন্সেস হাসপাতালে। এমআরআই  করিয়ে আবার আসবেন এখানে।

রহমত আলী বলেন, ‘মানসিক ভারসাম্যহীন এই মেয়েকে নিয়ে চলাফেরা করা অনেক কষ্টের। সরকারি হাসপাতালে যদি সব পরীক্ষা করার ব্যবস্থা না থাকে তাহলে আমরা হয়তো বেসরকারি কোথাও করাতে পারবো, কিন্তু সবার তো সে সামর্থ্য নেই। তাহলে সরকারি হাসপাতালে মানুষ আসবে কেন।’

হাসপাতালের একজন সহযোগী অধ্যাপকও বললেন, ‘রোগীদের ভোগান্তিতে আমাদেরও কষ্ট হয়, কিন্তু এখানে আমাদের কিছু করার নেই। বছরের পর বছর ধরে মেশিনটা নষ্ট হয়ে আছে। যাদের এমআরআই  দরকার হয়, তাদের বেশির ভাগকেই আমরা পাশের নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠাই। কিন্তু মানসিক রোগীদের নিয়ে চলাফেরা করা খুবই কষ্টকর বিষয়। আর একটি সরকারি হাসপাতালে দিনের পর দিন একটি গুরুত্বপূর্ণ মেশিন নষ্ট হয়ে থাকবে এ কেমন কথা।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন সহযোগী অধ্যাপক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমআরআই  মেশিন যে কক্ষে সেটি বন্ধ রয়েছে। ওই কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি প্রথমে নষ্ট হয়, এ কারণে প্রথমে এমআরআই  হতো না। তারপর নষ্ট হয় এমআরআই  মেশিনের কোনও একটি অংশ। এরপর নষ্ট হয় মূল মেশিনটি। এটি নষ্ট ২০১৪ সাল থেকে।’

তিনি বলেন, ‘এ হাসপাতালে সাধারণত দরিদ্র লোকেরাই চিকিৎসা নিতে আসে। তাদের পক্ষে বড় কোনও হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে গিয়ে এমআরআই করানো সম্ভব হয় না, এসব মানুষের ভোগান্তিটা চোখে পড়ার মতো।’

সূত্র জানায়, জাপানের একটি কোম্পানির সরবরাহ করা মেশিনটি নষ্ট হওয়ার পর প্রথমদিকে এটি কয়েকবার মেরামত করা হয়। একবার মেরামতের কয়েকদিন পরই এটি আবারও নষ্ট হয়। এভাবে কয়েকবার চেষ্টার পর জাপানে সরবরাহকারী কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, গত মার্চ মাসে সরকারি হাসপাতাল ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রম জোরদার সংক্রান্ত এক মিটিংয়ে সেন্ট্রাল মেডিক্যাল স্টোর ডিপোর (সিএমএসডি) পরিচালককে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ফারুক আলম বাংলা ট্রিবিউনকে জানান,এমআরআই মেশিনটি জাপানের একটি কোম্পানির। মেশিনটির ক্রয়পত্রে লেখা ছিল, মেশিন মেরামতজনিত কোনও প্রয়োজনের জাপানি প্রকৌশলী দল কাজ করবে। গত বছর তাদের সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু হলি আর্টিজান হামলার ঘটনার পর তারা আসেনি, তাই এটি আর ঠিক করাও যায়নি। তিনি বলেন, ‘মেশিনটিও অনেক পুরোনো, তার যে ক্ষমতা আর মেরামতে যে খরচ হবে– সেটা কষ্ট এফেক্টিভ হবে কিনা সে বিষয়েও আমাদের ভাবতে হচ্ছে।’

অধ্যাপক ডা.ফারুক আলম আরও বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর মেশিনটি মেরামতের বিষয়ে ন্যাশনাল ইলেকট্রো মেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপে (নিমিউ) কয়েকবার চিঠি দিয়েছি। তারা সরকারি প্রতিষ্ঠান, সরকারি হাসপাতালের যে কোনও ইকুইপমেন্ট মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজটি তারা করে থাকে। কিন্তু সেখান থেকে কোনও জবাব আমরা পাইনি।’

আরও পড়ুন: কাল হাসপাতাল ছাড়ছে তোফা ও তহুরা

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা