X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিভাগে ফিরলেন ড. আরেফিন সিদ্দিক

ঢাবি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৩

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক (ফাইল ছবি) দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের দায়িত্ব পালন শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফিরেছেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। রবিবার (১০ সেপ্টেম্বর) বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রবিবার সকালে ড. আরেফিন সিদ্দিক বিভাগে যোগদান করলে বিভাগীয় চেয়ারপারসনের নেতৃত্বে বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।এসময় বিভাগের সাবেক অধ্যাপক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমানসহ বিভাগের শিক্ষক ড. আবুল মনসুর আহমেদ, ড. নাদির জুনাইদ, ড. আব্দুর রাজ্জাক খান, রোবায়েত ফেরদৌস, শাওন্তী হায়দার,শবনম আযীম, সুরাইয়া বেগম ও আফরোজা বুলবুল উপস্থিত ছিলেন।’

২০০৯ সালের ১৭ জানুয়ারি সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পূর্ণ মেয়াদে দায়িত্বে থেকে ২০১৩ সালে ফের উপাচার্য নির্বাচিত হন আরেফিন সিদ্দিক।নির্বাচিত উপাচার্য হিসেবে তার মেয়াদ শেষ হয় গত ২৪ আগস্ট।

চলতি মাসের ৪ তারিখ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ‘সম্পূর্ণ সাময়িক’ ভিত্তিতে উপাচার্য হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ৬ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিনেটের বিশেষ অধিবেশনে নির্বাচিত তিন সদস্যের উপাচার্য প্যানেলে অন্য দুজনের সঙ্গে আরেফিন সিদ্দিকও মনোনীত হন। তবে উচ্চ আদালতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্য প্যানেল থেকে উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। আগামী ৩রা অক্টোবর ওই রিট আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!