X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘গত ২৫ বছরে সৃষ্টি হয়েছে ৩৫টি নতুন রোগ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩২

‘প্রতি ৮ মাসে পৃথিবীতে একটি করে নতুন রোগের সৃষ্টি হচ্ছে আর গত ২৫ বছরে বিশ্বে যোগ হয়েছে ৩৫টি নতুন রোগ। আর এ সমস্ত রোগের ৭৫ থেকে ৮০ শতাংশ রোগের জন্ম প্রাণি থেকে হচ্ছে।’ ওয়ান হেলথ বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী অধ্যাপক নিতীশ চন্দ্র দেবনাথ এসব তথ্য জানিয়েছেন।

ওয়ান হেলথ বাংলাদেশের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মহাখালীতে অবস্থিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিতীশ চন্দ্র এসব কথা বলেন। আগামী ১৭ এবং ১৮ সেপ্টেম্বর ঢাকাতে অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপী ওয়ান হেলথ (এক স্বাস্থ্য) বাংলাদেশের নবম সম্মেলন। সম্মেলন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে, ‘ওয়ান হেলথ এর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন।’

অধ্যাপক নিতীশ চন্দ্র দেবনাথ বলেন, ‘মানুষের স্বাস্থ্য প্রাণি এবং পরিবেশের সঙ্গে সম্পর্কিত। এ ধারণাটি এখন বিশ্বজুড়ে এক স্বাস্থ্য বা ওয়ান হেলথ নামে পরিচিত। আর স্বাস্থ্য কেবল দেশ কেন্দ্রিক বিষয় নয়, এর সঙ্গে প্রাণি-পরিবেশ তথা সম্পর্ক বিশ্বজুড়ে। যে কারণে এক দেশে জন্ম নেওয়া রোগ ছড়িয়ে পড়ছে আরেক দেশে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময় নতুন নতুন রোগ যেমন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, মার্স-কোভি, চিকুনগুনিয়া, নিপাহ ভাইরাস, ইবোলার মতো রোগের প্রাদুর্ভাবের কারণে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, রোগ ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশে। আর প্রাণি থেকে যেসব রোগ হচ্ছে সেগুলো কেবল গৃহপালিত প্রাণি থেকে নয়, বুনো পশু থেকেও মানুষের নানা রোগ হচ্ছে।’

অনুষ্ঠানে ওয়ান হেলথ সচিবালয় সমন্বয় কমিটির সভাপতি ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরাজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘ওষুধ প্রতিরোধী সংক্রমণের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বে জনস্বাস্থ্য সংকট তৈরি হবার আশঙ্কা দেখা দিয়েছে। আর পর্যাপ্ত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে খাদ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা তথা মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মানুষ-প্রাণি ও পরিবেশের ওপর পড়তে শুরু করেছে।’

অধ্যাপক ডা. ফ্লোরা জানান, ২০০৭ সাল থেকে ওয়ান হেলথ সংগঠনটি মানব স্বাস্থ্য, প্রাণি স্বাস্থ্য ও বাস্তুতন্ত্র স্বাস্থ্যের (ইকোসিস্টেম) মধ্যে পারস্পারিক সহযোগিতা বাড়াতে কাজ করছে। এ অবস্থায় এবারের নবম সম্মেলন করা হচ্ছে বর্তমান অবস্থা বিশ্লেষণ, এর প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধকতার সমাধান খুঁজে বের করার উদ্দেশে।

দু’দিনব্যাপী সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানিরা অংশগ্রহণ করবেন এবং এ পর্যন্ত প্রায় ৫০০ জন সম্মেলনে যোগ দেওয়ার জন্য নিবন্ধন করেছেন জানান অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনের সভাপতিত্ব করবেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

/জেএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ