X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দৈনিক সকালের খবরে লে অফ, অনিশ্চয়তায় ৩০০ সাংবাদিক-কর্মচারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৭

দৈনিক সকালের খবর পত্রিকার লোগো লে অফ ঘোষণা করা হয়েছে ‘দৈনিক সকালের খবর’ পত্রিকায়। র‌্যাংগস গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানের এ পত্রিকাটি শুক্রবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত হয়নি। প্রকাশনায় আসার ছয় বছর পর গতকাল বৃহম্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি সাময়িক বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
হঠাৎ করে মালিক পক্ষের এমন সিদ্ধান্তে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন পত্রিকাটির প্রায় তিনশ’ সাংবাদিক ও কর্মচারী। কবে নাগাদ পত্রিকাটির প্রকাশনা পুনরায় চালু হবে অথবা আদৌ প্রকাশিত হবে কিনা তা নিয়ে তারা অনিশ্চয়তায় রয়েছেন। পত্রিকাটির মালিক র‌্যাংগস গ্রুপের প্রধান রোমো রউফ চৌধুরী বর্তমানে দেশের বাইরে আছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সাংবাদিকদের পাওনা পরিশোধ করার কথা বলা হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অফিস খোলা থাকলেও পত্রিকা প্রকাশিত হবে না। আপাতত পত্রিকাটির প্রিন্ট ভার্সন বন্ধ থাকবে, তবে অনলাইন চালু থাকবে।
দৈনিক সকালের খবর পত্রিকার একাধিক সাংবাদিক ও কর্মচারীর সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা মালিক পক্ষের ওপর সন্তুষ্ট। সকালের খবর পত্রিকার মালিকপক্ষের সুনাম রয়েছে। আর র‌্যাংগস গ্রুপ বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান। তাই দেনা-পাওনা নিয়ে কোনও জটিলতা তারা করবেন না, এমনটাই বিশ্বাস সাংবাদিকদের।

সূত্র জানায়, র‌্যাংগস গ্রুপের প্রতিনিধিরা বৃহস্পতিবার বিকালে তেজগাঁওয়ের কার্যালয়ে এসে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেন। এদিকে ওয়েজ বোর্ডের নিয়ম-কানুন মেনে সংবাদকর্মীদের দেনা-পাওনা মিটিয়ে দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, পত্রিকা কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠান লে অফ ঘোষণা করেছেন বলে আমরা জেনেছি। তবে সেখানকার ডিইউজেএফের সদস্যরা তাদের পাওনা নিয়ে কোনও অভিযোগ করেনি। আমরা আরও জেনেছি, আগামী ২৫ সেপ্টেম্বর পত্রিকাটির সব সাংবাদিক-কর্মচারীর পাওনা বুঝিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০১১ সালের ২২ মে পত্রিকাটি বের হয়। শুরুতে পত্রিকাটির অফিস ছিল রাজধানীর পুরানা পল্টন এলাকার র‌্যংগস ভবনে। পরবর্তীতে তেজগাঁও এলাকায় স্থানান্তরিত হয় সকালের খবরের অফিস।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা