X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে নোবেল দেওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শনিবার (১৬ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের লৌহজং এবং টঙ্গীবাড়ী উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল বলেন, “সম্প্রতি নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রধানমন্ত্রী বলেছেন- ‘আমরা প্রয়োজনে খাবার ভাগ করে খাবো।’ এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহযোগিতা করেছেন এবং করছেন। এই কর্মকাণ্ডের ফলে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত।”

রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, ‘অং সান সু চিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অথচ তার দেশেই মানুষকে হত্যা ও নির্যাতন করা হচ্ছে। আর আমাদের প্রধানমন্ত্রী সেই নির্যাতিত মানুষকে আশ্রয় দিচ্ছেন। ফলে শান্তিতে পুরস্কার সু চিকে নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া উচিত।’

এসময় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার আশাবাদও ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নোবেল পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘ড. ইউনূসকে যখন শান্তিতে নোবেল দেওয়া হয় তখন আমি বলেছিলাম তাকে নোবেল দেওয়া উচিত নয়। বাংলাদেশে শান্তিতে নোবেল পাওয়ার উপযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সন্তু লারমা।’

অ্যাটর্নি জেনারেল অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন মামলা পরিচালনার কারণে আমার পরিবারকে কাফনের কাপড় পাঠিয়ে, মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। তবুও তারা আমাকে থামাতে পারেনি, আমি চলতে থাকবো।’

পূজা উদযাপন পরিষদ লৌহজং শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল আলম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল বাশার, পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী সমর কুমার ঘোষ, অধ্যাপক ড. আবু ইউসুফ ফকির প্রমুখ।

/এজেডকে/ইউআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান