X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে গায়ের রং ফর্সাকারী ইনজেকশন জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২১

 

শাহজালালে গায়ের রং ফর্সাকারী ইনজেকশন জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিয়ন্ত্রিত গায়ের রং ফর্সাকারী ক্ষতিকারক ইনজেকশন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মালয়েশিয়া থেকে আসা তিনটি পণ্যের চালান থেকে ২১৪ পিস ইনজেকশনের  ভায়াল (বোতল) উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘শুল্ক গোয়েন্দাদের কাছে গোপন সংবাদ ছিল, মালয়েশিয়া থেকে আসা আমদানি নিয়ন্ত্রিত ওষুধের চালানগুলো ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া খালাস করে নেওয়া হবে। সেই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জিপিও সর্টিং সেন্টারে অবস্থান নেন।’ 

ড. মইনুল খান বলেন,‘পরবর্তীতে জিপিও সর্টিং সেন্টারে মিথ্যা ঘোষণা দিয়ে কসমেটিকসের নামে আনা আমদানি নিয়ন্ত্রিত ওষুধের তিনটি পণ্য চালান জব্দ করা হয়। সন্দেহজনক পণ্য চালানটি শনাক্তের পর স্ক্যানিংয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে আটক করা হয়। পণ্য চালানগুলো মালয়েশিয়া হতে এমএইচ ০১১২ এর মাধ্যমে কুয়ালালামপুর থেকে শাহজালালে আসে। পণ্য চালানটিতে কসমেটিকস ঘোষণা থাকলেও ইনভেন্ট্রি করে ২১৪ পিস ইনজেকশনের ভায়াল পাওয়া যায়। এ ধরনের ওষুধ আমদানি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।’ এসব ইনজেকশন গায়ের রং ফর্সা করার জন্য মানবদেহে ইনজেক্ট করা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন গোয়েন্দারা। চালানটি মালয়েশিয়ার টাম পেং সেং (Tam Peng Seng) নামের একজন পাঠিয়েছেন। প্রাপকের ঠিকানায় লিখা রয়েছে, মধ্য পীরবাগের খন্দকার ফারুক আহমেদ।

শুল্ক গোয়েন্দা প্রধান বলেন,  ‘আমদানি নীতি আদেশ ২০১৫-২০১৮ এর শর্ত ২৬ (১৬) মোতাবেক এ ধরনের ওষুধ শর্তযুক্ত আমদানিযোগ্য পণ্য, যা আমদানির ক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদফতর থেকে পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। শুল্ক গোয়েন্দাদের ইনভেন্ট্রিকালে প্রাপ্ত দলিলাদি যাচাই করে দেখা যায়, কসমেটিকস ঘোষণা দেওয়া আছে। এতে ওষুধ প্রশাসন অধিদফতর থেকে পূর্বানুমতি নেওয়া হয়নি। ফলে দি কাস্টমস্ অ্যাক্ট, ১৯৬৯ এর ধারা-৩২ ও আমদানি নীতি আদেশ ২০১৫-২০১৮ এর অনুচ্ছেদ-২৬ (১৬)এর বিধান অনুসরণ না করে ওষুধ আমদানি করায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর ধারা ১৬৮ এর ক্ষমতাবলে পণ্য চালানটি আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’

আরও পড়ুন: 

র‌্যাম্প মডেল থেকে জঙ্গি কমান্ডার

 

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া