X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বেফাকের ১০ কর্মীকে অনৈতিকভাবে চাকুরিচ্যুতির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৭

বেফাকের চাকরিচ্যুত কর্মচারীদের সংবাদ সম্মেলন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নিয়ন্ত্রণাধীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) থেকে অনৈতিকভাবে চাকুরিচ্যুতির অভিযোগ এনেছেন সেখানকার ১০ কর্মচারী। তাদের অভিযোগ, কোনও ধরনের কারণ দর্শানো নোটিশ বা অব্যাহতিপত্র ছাড়াই বিনা অপরাধে কেবল মৌখিক নির্দেশ তাদের চাকরিচুত্য করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যাত্রাবাড়ীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই চাকরিচ্যুত কর্মচারীরা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলারা জোবায়ের আহমেদ। তিনি অফিস সহকারী হিসেবে বেফাকে কর্মরত ছিলেন। জোবায়ের আহমেদ বলেন, ‘আমি১২ বছর ধরে বেফাকে কাজ করছি। হঠাৎ করেই আগস্ট মাসে মৌখিক নির্দেশে আমাকে চাকরিচুত্য করা হয়েছে। আমার কী অপরাধ, কেন চাকরিচ্যুত করা হয়েছে— জানানো হয়নি।’
মাওলানা ওহিদুজ্জামানও অফিস সহকারী হিসেবে বেফাকে কর্মরত ছিলেন। তিনি বলেন, ‘আমি গত ৯ বছর ধরে কাজ করে আসছি। কোনও কারণ ছাড়া আমাকেও চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে।’
মাওলানা ওহিদুজ্জামান বলেন, ‘বর্তমানে বেফাকে কোটি টাকার আত্মসাতের মহোৎসব চলছে। এতে বেফাকের মধ্যম সারির কিছু নেতা ও উচ্চ পর্যায়ের কর্মচারীরা সরাসরি জড়িত। ফলে কখনও তদন্ত হলে আামদের মতো পুরাতন কর্মীরা সঠিক তথ্য প্রকাশ করে দেবে— এ ভয় থেকেই আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতিবাজরা যাদের নিজেদের অপকর্মের জন্য বাধা মনে করছে, তাদেরই চাকরিচ্যুত করছে।’
ওহিদুজ্জামান বলেন, ‘বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুসের ভগ্নিপতি নুরুল আমীন বিভিন্ন ধরনের চক্রান্ত করেছে। নুরুল আমীন একইসঙ্গে বেফাকের মজলিসে আমেলার সদস্য। সে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিবকে প্রভাবিত করে দুর্নীতির তথ্য ধামাচাপা দেওয়ার জন্য আমাদের বহিষ্কার করেছে।’
নুরুল আমীনকে বেফাকের সব দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া, যেসব কর্মীদের অনৈতিকভাবে চাকুরিচুত্য করা হয়েছে, তাদের পুনর্বহালের দাবিও করা হয়।
চাকরিচুত্যদের মধ্যে আরও আছেন— মাওলানা আব্দুল জলিল (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক), মাওলানা মিজানুর রহমান (অফিস সহকারী), মাওলানা ফারুক আহমদ (অফিস সহকারী), মাওলানা শাকির আহমদ (অফিস সহকারী), মো. রকিব (অফিস সহকারী), মাওলানা মনিরুজ্জামান (অফিস সহকারী), মাওলানা সাইফুল (অফিস সহকারী, উচ্চ), মো. মোজাম্মেল (পিয়ন)।

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা