X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে ‘ভুয়া’ হাজিদের কাছ থেকে ১৩০৯ কার্টন সিগারেট জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০০:১০

শাহজালালে ‘ভুয়া’ হাজিদের কাছ থেকে ১৩০৯ কার্টন সিগারেট জব্দ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির বেশে সৌদি আরব থেকে আগত যাত্রীদের কাছ থেকে ১ হাজার ৩০৯ কার্টন সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস ও এয়ারপোর্ট আর্মড পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিভিন্ন ফ্লাইটে সৌদি আরব থেকে আসা যাত্রীদের কাছ থেকে সিগারেট জব্দ করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (এসভি ৮০৮) ফ্লাইটে ঢাকায় আসেন মো. আজম এবং সামসুন্নাহার। দুজনেই হাজিদের মতো পোশাক ও ব্যাগে নিয়ে দেশে ফেরেন। তাদের দুজনের ব্যাগ থেকে ৫৬৪ কার্টন সিগারেট জব্দ করা হয়।

অন্যদিকে ঢাকা কাস্টম হাউসও একাধিক যাত্রীর কাছ থেকে সিগারেট জব্দ করেছে। তারাও হাজি বেশে দেশে ফিরেছেন বলে জানান সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (এসভি ৮০৪) ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৩৭০ কার্টন এবং ব্যাগেজ বেল্ট এ পরিত্যক্ত ব্যাগ থেকে ৩৭৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

সাইদুল ইসলাম বলেন, সিগারেট আনার উদ্দেশ্যে ঢাকা থেকে ১৮ সেপ্টেম্বর দুবাই যান সেলিম মিয়া। দুবাই থেকে সরাসরি ঢাকা না এসে চলে যান জেদ্দায়। সন্ধ্যা ৭টায় হজ ফ্লাইট (এসভি ৮০৪) শাহজালালে অবতরণের পর ৫নং ব্যাগেজ বেল্টে হাজিদের ব্যাগ দেওয়া হয় । শুল্ক ফাঁকি দিতে তিনি হাজি বেশে অন্য হাজিদের সঙ্গে মিশে যান। গ্রিন চ্যানেলে অতিক্রমের সময় ব্যাগ স্ক্যানে ৩০৩ ব্র্যান্ডের ৩৭০ কার্টন সিগারেট পাওয়া যায় ।

সাইদুল ইসলাম আরও বলেন, কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের পর্যবেক্ষণে ব্যাগ ফেলে রেখেই একই ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ আলি। ব্যাগেজ বেল্ট থেকে উদ্ধার করা ব্যাগ থেকে ৩৭৫ কার্টন সিগারেট পাওয়া যায়। ব্যাগের ট্যাগ দেখে যাত্রীকে শনাক্ত করা হয়।

সাইদুল ইসলাম বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা সিগারেটের মূল্য প্রায় সাড়ে ২২.৩৫ লাখ টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

/সিএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি