X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে ‘ভুয়া’ হাজিদের কাছ থেকে ১৩০৯ কার্টন সিগারেট জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০০:১০

শাহজালালে ‘ভুয়া’ হাজিদের কাছ থেকে ১৩০৯ কার্টন সিগারেট জব্দ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির বেশে সৌদি আরব থেকে আগত যাত্রীদের কাছ থেকে ১ হাজার ৩০৯ কার্টন সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস ও এয়ারপোর্ট আর্মড পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিভিন্ন ফ্লাইটে সৌদি আরব থেকে আসা যাত্রীদের কাছ থেকে সিগারেট জব্দ করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (এসভি ৮০৮) ফ্লাইটে ঢাকায় আসেন মো. আজম এবং সামসুন্নাহার। দুজনেই হাজিদের মতো পোশাক ও ব্যাগে নিয়ে দেশে ফেরেন। তাদের দুজনের ব্যাগ থেকে ৫৬৪ কার্টন সিগারেট জব্দ করা হয়।

অন্যদিকে ঢাকা কাস্টম হাউসও একাধিক যাত্রীর কাছ থেকে সিগারেট জব্দ করেছে। তারাও হাজি বেশে দেশে ফিরেছেন বলে জানান সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (এসভি ৮০৪) ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৩৭০ কার্টন এবং ব্যাগেজ বেল্ট এ পরিত্যক্ত ব্যাগ থেকে ৩৭৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

সাইদুল ইসলাম বলেন, সিগারেট আনার উদ্দেশ্যে ঢাকা থেকে ১৮ সেপ্টেম্বর দুবাই যান সেলিম মিয়া। দুবাই থেকে সরাসরি ঢাকা না এসে চলে যান জেদ্দায়। সন্ধ্যা ৭টায় হজ ফ্লাইট (এসভি ৮০৪) শাহজালালে অবতরণের পর ৫নং ব্যাগেজ বেল্টে হাজিদের ব্যাগ দেওয়া হয় । শুল্ক ফাঁকি দিতে তিনি হাজি বেশে অন্য হাজিদের সঙ্গে মিশে যান। গ্রিন চ্যানেলে অতিক্রমের সময় ব্যাগ স্ক্যানে ৩০৩ ব্র্যান্ডের ৩৭০ কার্টন সিগারেট পাওয়া যায় ।

সাইদুল ইসলাম আরও বলেন, কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের পর্যবেক্ষণে ব্যাগ ফেলে রেখেই একই ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ আলি। ব্যাগেজ বেল্ট থেকে উদ্ধার করা ব্যাগ থেকে ৩৭৫ কার্টন সিগারেট পাওয়া যায়। ব্যাগের ট্যাগ দেখে যাত্রীকে শনাক্ত করা হয়।

সাইদুল ইসলাম বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা সিগারেটের মূল্য প্রায় সাড়ে ২২.৩৫ লাখ টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

/সিএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন