X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ নিরোধ বিধির খসড়ায়ও অস্পষ্ট ‘বিশেষ প্রেক্ষাপট’: ক্ষুব্ধ নারী নেত্রীরা

উদিসা ইসলাম
২২ সেপ্টেম্বর ২০১৭, ০২:৫০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০২:৫৩

বাল্যবিবাহ নিরোধ বিধির খসড়ায়ও অস্পষ্ট ‘বিশেষ প্রেক্ষাপট’:  ক্ষুব্ধ নারী নেত্রীরা বাল্যবিবাহ নিরোধ আইনে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের ‘বিশেষ প্রেক্ষাপটে’ বিয়ে হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না বলে উল্লেখ করা হয়েছে। ‘বিশেষ প্রেক্ষাপটে’র বিষয়টি স্পষ্ট না করেই ‘বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৭’-এর খসড়া বিষয়ে সংশ্লিষ্টদের অভিমতের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে রবিবার (১৭ সেপ্টেম্বর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেওয়া হয়েছে। ‘বিশেষ প্রেক্ষাপটে’র  বিষয়টি স্পষ্ট না করেই এই বিধিমালার সম্পর্কে অভিমতের জন্য সময় বেঁধে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নারী নেত্রীরা। তারা বলছেন, মন্ত্রণালয় কমিটির মাধ্যমে এটি করেছে দেখালেও এক/দুটি সভার বাইরে আর কখনোই ডাকা হয়নি তাদের।   

গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন মহলের আপত্তির মুখে ‘বিশেষ প্রেক্ষাপটে’ কম বয়সে ছেলেমেয়ের বিয়ের বিধান রেখে ‘বাল্যবিবাহ নিরোধ বিল, ২০১৭’ জাতীয় সংসদে পাস হয়। এরপর মন্ত্রণালয় থেকে বিধিমালায় স্পষ্ট করার বিষয়টি বলা হচ্ছিল। রবিবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাল্যবিবাহ নিরোধ আইনের বিধিমালার খসড়া প্রকাশ পেলে দেখা যায়, ‘অপ্রাপ্তবয়স্ক’ বলতে নির্দিষ্ট বয়স উল্লেখ করা হয়নি।‘অপ্রাপ্তবয়স্ক’ বলতে নির্দিষ্ট বয়স উল্লেখ করা হয়নি।আপত্তির জায়গাগুলোয় কোনও পরিবর্তন না এনেই এটি প্রস্তুত করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ নিয়ে অভিমত দেওয়া যাবে। এরপর খসড়া চূড়ান্ত করে তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে।

খসড়া অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কের স্বার্থ যাচাই কমিটি থাকবে এবং কমিটির কাছে অপ্রাপ্তবয়স্কের অভিভাবক দালিলিক প্রমাণসহ অপ্রাপ্তবয়স্ক বিয়ের আবেদন করতে পারবে।এর ভিত্তিতে বিভিন্ন বিষয় যাচাই করে বিয়ের বাস্তবতা আছে মনে করলে শিশু আদালতে সে অনুযায়ী প্রতিবেদন দাখিল করবে। কমিটি বিষয়গুলো বিবেচনা করবে সেগুলো হলো: বিয়েটি জোর করে দেওয়া হচ্ছে কিনা; বিয়েটি ধর্ষণ, অপহরণ, জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের কারণে হচ্ছে কিনা বা এসব কারণে পক্ষদ্বয়ের মধ্যে কোনও মামলা বিচারাধীন আছে কিনা এবং বিয়েটি সর্বশেষ বিকল্প হিসেবে হচ্ছে কিনা। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অপ্রাপ্তবয়স্কের স্বার্থ বিবেচনায় নিয়ে আদালত বিবাহ রেজিস্ট্রারকে বিয়ে নিবন্ধনের অনুমতি দেবেন।

এই আইনের ধারা নিয়ে রিট  করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ ক্ষেত্রে ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়ার যে বিধান রাখা হয়েছে, তা কেন অবৈধ গণ্য করে বাতিল করা হবে না—জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিট আবেদনের পক্ষের আইনজীবী ফরিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিবাদীরা সময়মতো রুলের জবাব দিয়েছেন কিনা, আমরা জানি না। বর্তমানে চলমান অবকাশ শেষে আমরা বিষয়টি আদালতের নজরে আনব।’

বিএনডব্লিউএলএ-এর কর্ণধার সালমা আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আবেদনকারী। তাই কোনও মন্তব্য করব না। আমরা তো আইনটিকেই চ্যালেঞ্জ করছি। আমরা এরমধ্যে থাকা কমতির জায়গাগুলো চিহ্নিত করেছি। শুরু থেকেই বলে আসছি, আইনে অনেক ঘাটতি আছে, এটি বাল্য বিয়েকে উৎসাহিত করবে।’

নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখনও বিষয়টা সম্পর্কে জানি না। তারা আমাদের কাছে আসলেই মন্তব্য চায় কিনা, সে নিয়ে আমার প্রশ্ন আছে। কেননা আমরা যারা এই ধারাটি রাখার বিপক্ষে কথা বলে আসছি, তাদের কোনও কথা আদৌ শোনা হয়নি।’

এদিকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গত সপ্তাহে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই আইনটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েটির যে সমস্যা, সেটি মাথায় রেখে করা হয়েছে। সুবিধাপ্রাপ্ত শহুরে দৃষ্টি দিয়ে এটি বিচার করলে সঠিক হবে না। যে মেয়েটি গ্রামীণ সমাজে নানা সমস্যার মধ্য দিয়ে বেড়ে ওঠে, তার জন্য কতরকমের সমস্যা অপেক্ষা করে সেটি একবার ভেবে দেখলেই আমরা বুঝতে পারবো। আমরা কোনোভাবেই বাল্যবিবাহকে উৎসাহিত করি না।’

নারীনেত্রী খুশী কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বিষয়টির ভীষণ রকমের প্রতিবাদ করা জরুরি।’ বিধিমালার ওপর মন্তব্য চাওয়ার বিষয়টি জানেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মন্তব্য দিতে চাই। আগামী ৩০ তারিখের ভেতরই আমি এটি করব।আমরা আইনটি প্রত্যাখ্যান করেছি।’

আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের একটি মিটিংয়ে ডেকে আর কখনও জানানো হয়নি। এক ধরনের লুকোচুরি করে এটি ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এরপরও আমাদের অবস্থান মন্তব্য আকারে জানাব।’ তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহে কোনও ‘বিশেষ প্রেক্ষাপট’ বিবেচনায় থাকতে পারে না। আমরা কঠোরভাবে মন্ত্রণালয়কে জানাব।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা