X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মূল দায়িত্ব ওয়াসার, জলাবদ্ধতা নিয়ে ভাবছে না সিটি করপোরেশন

শাহেদ শফিক
২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:০২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০২:২৫

রাজধানীতে জলাবদ্ধতা রাজধানীর জলাবদ্ধতা নিয়ে আপাতত ভাবছে না ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি)। জলাবদ্ধতা নিরসনের মূল দায়িত্ব ঢাকা ওয়াসার ওপর ন্যস্ত হওয়ায় এ কাজ থেকে নিজেদের গুটিয়ে রাখার পথ অবলম্বন করছে প্রতিষ্ঠান দু’টি। এদিকে ঢাকা ওয়াসাও জলাবদ্ধতা দূর করতে কোনও কাজ না করায় ওয়াসা ও সিটি করপোরেশনের আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আইন সংশোধনের পর এ দায়িত্ব যদি সিটি করপোরেশনকে দেওয়া হয়, তাহলে সংস্থা দু’টি পুরোপুরি কাজ করবে। দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত জলাবদ্ধতা নিরসনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা। ১৯৮৯ সালে সংস্থাটিকে পানি নিষ্কাশনের মূল দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি একাজে যুক্ত হয় ঢাকা সিটি করপোরেশনসহ আরও কয়েকটি সংস্থা। অন্য প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করলেও ঢাকা ওয়াসা মূল দায়িত্ব থেকে সরে গিয়ে এখন কোটি কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত। এমন অভিযোগ সিটি করপোরেশনের। এ অবস্থায় সংস্থা দু’টি বলছে, ওয়াসার এই ব্যর্থতার দায় যাচ্ছে তাদের (সিটি করপোরেশন) ওপরে। আর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

বিশ্বে জনবহুল রাজধানীর মধ্যে ঢাকা ১১তম। সামান্য বৃষ্টি হলেই এই শহরে তীব্র যানজটের পাশাপাশি জলাবদ্ধতা দেখা দেয়। সিটি নির্বাচনের আগে জলাবদ্ধতা নিরসনে ঢাকার দুই মেয়র প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু সংস্থার আইন অনুযায়ী তারা বিষয়টি পুরোপুরি সুরাহা করতে পারছে না। এর পরেও শান্তিনগরসহ বেশ কয়েকটি স্থানে পাইলট প্রকল্প হাতে নিয়ে জলাবদ্ধতা নিরসনে বেশকিছু কাজও করেছে দুই সিটি করপোরেশন। পরিকল্পনার মধ্যে ছিল জলাবদ্ধতাপ্রবণ আরও কয়েকটি এলাকা। কিন্তু আপাতত আর আইনের বাইরে হাঁটতে চাইছে না দুই সিটি করপোরেশন।

সম্প্রতি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পর ধানমন্ডি এলাকা পরিদর্শনে এসে ডিএসসিসি’র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সাংবাদিকদের বলেছিলেন, ‘জলাবদ্ধতার দায় ঢাকা ওয়াসার।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য একটি সভায় তিনি ওয়াসাকে একটি ব্যর্থ সংস্থা হিসেবেও অবহিত করেন। একই সময়ে উত্তর সিটির মেয়র আনিসুল হক বলেন, তার হাতে কোনও ক্ষমতা বা জাদু নেই।

দুই মেয়রের এমন মন্তব্যের পর চলতি বছরের ১৬ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত জলাবদ্ধতা নিরসনের আন্তঃবিভাগীয় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সভায় ওয়াসা এমডি প্রকৌশলী তাকসিম এ খান বলেছিলেন, ‘পৃথিবীর কোনও দেশে যারা বিশুদ্ধ পানি সরবরাহ করে, ময়লা পানি তাদের দায়িত্বে থাকে না। এমনকি বাংলাদেশের অন্য শহরগুলোতেও। শুধু ঢাকা শহরেই ব্যতিক্রম।’

ওই বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জলাবদ্ধতা নিরসনে ওয়াসাকে ব্যর্থ আখ্যা দিয়ে এই দায়িত্ব সিটি করপোরেশনকে নেওয়ার সিদ্ধান্ত দেন। কিন্তু মন্ত্রীর এমন সিদ্ধান্ত দুই সিটি করপোরেশন মেনে নিলেও আইনি জটিলতায় পড়ে তারা।

এরপর চলতি বছরের ১ আগস্ট জলাবদ্ধতা নিয়ে ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের সিটি মেয়রদের সঙ্গে এক বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী, মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব বেগম নাসরিন আক্তারকে ওয়াসা ও সিটি করপোরেশন আইন সংশোধনের জন্য কমিটি গঠন করে দেন। কমিটি পরবর্তী এক মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও এখনও তা চূড়ান্ত করতে পারেনি।

মূলত সিটি করপোরেশন ও ওয়াসা আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার পর থেকে জলাবদ্ধতা নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে সিটি করপোরেশন। সংস্থা দুটি এখন আইনের দিকেই তাকিয়ে আছে। ফলে অতীতের তুলনায় বর্তমানে নগরীতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী ফরাজি সাহাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের মূল কাজ ঢাকা ওয়াসার। আমরা মেগা প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা দূর করার জন্য কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করলেও নতুন করে আর করা হচ্ছে না। কারণ, মেয়র বলেছেন, কাজটা ওয়াসার। এখন মন্ত্রণালয়ের মাধ্যমে ওয়াসার আইন পরিবর্তনের কাজ চলছে। আইনে যদি সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।’

এই কর্মকর্তা বলেন, ‘আমরা জলাবদ্ধতা নিরসনে শান্তিনগরে মাত্র একটি মেগা প্রকল্প নিয়েছি। সেটার কাজ এখনও শেষ হয়নি। যে কারণে ওই এলাকায় এখনও পুরোপুরি সফলতা দেখা যাচ্ছে না। এর বাইরে আমাদের আর কোনও প্রকল্প নেই। নতুন করে কোনও প্রকল্প নেওয়ার পরিকল্পনাও নেই।’

তিনি আরও বলেন, ‘আইন অনুযায়ী জলাবদ্ধতা নিরসনের মূল কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা। আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করছি। বৃষ্টির পানি অপসারণের সব ড্রেন ও খাল ওয়াসার। তাদের খাল ও ড্রেনের সঙ্গে আমাদের কিছু সংযোগ লাইন রয়েছে।যখন তাদের খাল ও ড্রেনগুলো ব্লক হয়ে যায়, তখন আমাদের সংযোগ লাইন কাজ করে না। তখন আমাদের করার কিছুই থাকে না।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের মাত্র একটা খাল আছে। সেটা হচ্ছে- ধোলাইখাল। ওই এলাকায় কোনও জলাবদ্ধতা নেই। কারণ, আমরা খালটি রক্ষণাবেক্ষণ করি। আর ওয়াসা তাদের খাল ও ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করে না। সে জন্যই ঢাকায় জলাবদ্ধতা লেগে থাকে।’

প্রকৌশলী ফরাজি সাহাব উদ্দিন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের  কারণে এবছর ব্যাপক বৃষ্টি হচ্ছে। আসলে প্রকৃতির সঙ্গে আমাদের করার কিছুই থাকে না। এর পরেও আমরা মানুষের স্বার্থে কাজ করছি ।’

এ বিষয়ে জানতে চাইলে উত্তর সিটি করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক সমন্বয় সভায় জলাবদ্ধতার বিষয়ে ওয়াসা থেকে দায়িত্ব নিয়ে সিটি করপোরেশনকে দেওয়ার পর আমরা ভেবে দেখেছি, আইনি জটিলতা আছে। শুধু মৌখিক নির্দেশে আমরা কাজ শুরু করলে পরে ঝামেলা হতে পারে । এ নিয়ে মেয়রের একটা নির্দেশনাও আছে। বিষয়টি মন্ত্রণালয়কে জানানোর পর আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইন সংশোধন হলে আমরা জলাবদ্ধতা নিয়ে কাজ শুরু করবো।’

 

 

/এসএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী