X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বন্যায় স্থগিত হওয়া জেলা পরিষদ, উপজেলা ও ইউপিতে ভোট রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৭

 

নির্বাচন কমিশন বন্যার কারণে স্থগিত হওয়া জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রবিবার। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা ও ইউনিয়ন পরিষদ এবং সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত জেলা পরিষদের ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নব গঠিত কর্ণফুলী উপজেলা পরিষদ, রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ, রায়পুর ও রামনাথপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ও টাঙ্গাইলের সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং দু’টি ইউপিতে পুনঃনির্বাচন, ৬টিতে উপ-নির্বাচন ও ২টি জেলা পরিষদের ৩টি সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

কমিশন সূত্রে জানা গেছে, কর্ণফুলী উপজেলা পরিষদ ও ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের গোপন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনি এলাকাগুলোর মাঠে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা।

এ বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান বলেন, ‘ভোটগ্রহণ উপলক্ষে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ছোট ছোট এলাকার নির্বাচনগুলোতেও কঠোর পদক্ষেপ নিচ্ছে। কোনও নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হোক, তা কমিশন চায় না। এজন্য বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এর আগে গত ২০আগস্ট এসব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠানের কথা থাকলেও দেশে আকস্মিক বন্যার কারণে ১৬ আগস্ট ইসি ভোটগ্রহণ স্থগিত করে। পরে ২৭ আগস্টের কমিশন সভায় ২৪ সেপেম্বর ভোটগ্রহণের তারিখ সময় পুনঃনির্ধারণ করা হয়।

 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া